রাজধানী ঢাকার জনসংখ্যা হুহু করে বাড়ছে। বাড়তি জনসংখ্যার চাপে নুয়ে পড়ছে এ মহানগরী। ঢাকামুখী জনস্রোতের চাপ কমাতে প্রায়ই বিকেন্দ্রীকরণের তত্ত্ব আওড়ান সুধীজনেরা। কিন্তু তা যেন সোনার পাথরবাটি। কল্পনা করা গেলেও বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। উচ্চ আদালতে সারা দেশের মামলার জন্য প্রতিদিনই রাজধানীতে আসে বিপুলসংখ্যক মানুষ। সরকারি-বেসরকারি সব ভালো হাসপাতাল ঢাকায় থাকায় মানুষ ঢাকামুখী হতে বাধ্য হয়। প্রথম সারির ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও ঢাকাকেন্দ্রিক। সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের হেড অফিস, সব নিয়োগ-বদলি ঢাকাভিত্তিক। ফলে চাকরিপ্রত্যাশীর ভিড় থাকে রাজধানীর দিকে। নিয়োগ পরীক্ষা, ভর্তি ও চাকরির কোচিং- সবই ঢাকাকেন্দ্রিক। ফলে থামছেই না ঢাকামুখী জনস্রোত। প্রতিদিনই বাড়ছে শব্দদূষণ, বায়ুদূষণ, যানজটসহ নানান সমস্যা। ১৯৭৪ সালে প্রথম আদমশুমারিতে ঢাকা শহরের জনসংখ্যা ছিল ১৬ লাখের মতো। ২০২২ সালের সর্বশেষ আদমশুমারিতে সেই জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২-তে। ৪৮ বছরে জনসংখ্যা বেড়েছে সাড়ে ছয় গুণ। এ সময় দেশের সামগ্রিক জনসংখ্যা বেড়েছে দি¦গুণের কিছু বেশি। ৩০৫ বর্গকিলোমিটার আয়তনের এ মহানগরীতে প্রতি বর্গকিলোমিটারে গায়ে গা লাগিয়ে বসবাস করছে প্রায় ৩৩ হাজার ৭০১ জন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে বস্তিতেই বাস করছে ৮ লাখ ৮৪ হাজার মানুষ। ভাসমান জনগোষ্ঠীর সংখ্যাও প্রায় সাড়ে ৯ হাজার। ঢাকায় প্রতিদিন বিভিন্ন কাজে লাখ লাখ মানুষের আগমন ঘটে। রাজধানীর বাইরে এসব কাজ সম্পন্ন করার সুবিধা থাকলে সংশ্লিষ্টদের ভোগান্তি যেমন এড়ানো যেত, তেমন বিপুলসংখ্যক মানুষের বোঝা থেকে মুক্তি পেত ঢাকা। কিন্তু বিকেন্দ্রীকরণের তত্ত্ব জাহিরের ঢাকঢোল যারা পেটান, তারাও ঢাকা ছাড়তে রাজি নন। এ মহানগরীকে বাসযোগ্য করে তুলতে হলে জনসংখ্যার চাপ কমাতে হবে। ঢাকামুখী জনস্রোত বন্ধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। বাস্তবতা সামনে রেখে নিতে হবে এ-সংক্রান্ত কর্মপরিকল্পনা।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ঢাকামুখী জনস্রোত
নিতে হবে বাস্তবসম্মত পরিকল্পনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর