দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রশ্রয়ে র্যাগিংয়ের নামে অমানবিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাই কোর্ট বেঞ্চ। বুধবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় রিট আদেশের সময় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিব আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শিক্ষার্থী নির্যাতন সম্পর্কিত দুটি তদন্ত প্রতিবেদন সিলগালা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর আদেশ দেন। নির্যাতনের ঘটনায় জড়িত শিক্ষার্থী, অবহেলাকারী হল প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত ছাত্রলীগ নেত্রী অন্তরা এবং তাদের সহযোগীদের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ও তাদের ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে। আদালত বলেন, সম্প্র্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপ্রত্যাশিত ঘটনায় জড়িয়ে পড়ে। এসব শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে ঢুকে সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে নবাগতদের নির্যাতন করে। এ ধরনের অবাধ্য ছাত্ররা শিক্ষার মানসম্মত পরিবেশ বাধাগ্রস্ত করছে। এমনকি নিজেদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তারা দলের পাশাপাশি ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ভূলুণ্ঠিত করছে। আদালত বলেন, বিচার আমরা করছি না। বিচার করবে বিশ্ববিদ্যালয়। তারা রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সিদ্ধান্ত দেবে। আমরা উদ্বিগ্ন অন্য সব শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে। রাজনৈতিক আশ্রয়ের অপব্যবহার করে দলের ভাবমূর্তিসহ ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস নষ্ট করে দিচ্ছে। ছাত্ররাজনীতি বন্ধ কর- এমন কথাও উঠতে পারে। তবে ছাত্ররাজনীতির যে প্রয়োজন তা আমরা আমাদের ইতিহাস থেকে দেখেছি। কিন্তু এটাকে নষ্ট ও ক্ষুণœ করার জন্য অনেকে না বুঝে করে, অনেকে বুঝে করে। এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আদালতের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। যে ছাত্র সংগঠনের নেতা-কর্মী নামের নারী মাস্তানরা শিক্ষার্থী নির্যাতনে জড়িত তারা তাদের গৌরবোজ্জ্বল সংগঠনের ভাবমূর্তিকেই কলঙ্কিত করেছে। যা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের
- শাহবাগে শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড, যে ব্যাখ্যা ডিএমপি'র
- ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : সালাহউদ্দিন
- কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দের উদ্বোধন
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
- উন্নয়ন ভাবনা নিয়ে ‘তারুণ্যের চোখে ডোমার’ সেমিনার অনুষ্ঠিত
- জি-মেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে ১৭ লাখ টাকা স্থানান্তর, গ্রেপ্তার ২