দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রশ্রয়ে র্যাগিংয়ের নামে অমানবিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাই কোর্ট বেঞ্চ। বুধবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় রিট আদেশের সময় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিব আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শিক্ষার্থী নির্যাতন সম্পর্কিত দুটি তদন্ত প্রতিবেদন সিলগালা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর আদেশ দেন। নির্যাতনের ঘটনায় জড়িত শিক্ষার্থী, অবহেলাকারী হল প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত ছাত্রলীগ নেত্রী অন্তরা এবং তাদের সহযোগীদের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ও তাদের ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে। আদালত বলেন, সম্প্র্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপ্রত্যাশিত ঘটনায় জড়িয়ে পড়ে। এসব শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে ঢুকে সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে নবাগতদের নির্যাতন করে। এ ধরনের অবাধ্য ছাত্ররা শিক্ষার মানসম্মত পরিবেশ বাধাগ্রস্ত করছে। এমনকি নিজেদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তারা দলের পাশাপাশি ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ভূলুণ্ঠিত করছে। আদালত বলেন, বিচার আমরা করছি না। বিচার করবে বিশ্ববিদ্যালয়। তারা রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সিদ্ধান্ত দেবে। আমরা উদ্বিগ্ন অন্য সব শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে। রাজনৈতিক আশ্রয়ের অপব্যবহার করে দলের ভাবমূর্তিসহ ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস নষ্ট করে দিচ্ছে। ছাত্ররাজনীতি বন্ধ কর- এমন কথাও উঠতে পারে। তবে ছাত্ররাজনীতির যে প্রয়োজন তা আমরা আমাদের ইতিহাস থেকে দেখেছি। কিন্তু এটাকে নষ্ট ও ক্ষুণœ করার জন্য অনেকে না বুঝে করে, অনেকে বুঝে করে। এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আদালতের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। যে ছাত্র সংগঠনের নেতা-কর্মী নামের নারী মাস্তানরা শিক্ষার্থী নির্যাতনে জড়িত তারা তাদের গৌরবোজ্জ্বল সংগঠনের ভাবমূর্তিকেই কলঙ্কিত করেছে। যা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক