রমজানের আগে আরেক দফা বেড়েছে মাছ ও মাংসের দাম। মুনাফার লকলক জিহ্বার বদৌলতে যৌক্তিক কারণ ছাড়াই প্রতিটি পণ্যের দাম যেভাবে বাড়ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ টাকা। অথচ একই মাংসের দাম বাংলাদেশে আড়াই গুণেরও বেশি। রোজা সামনে রেখে তা প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিদেশ থেকে গরু আমদানির বদলে দেশে খামার তৈরি করে চাহিদা মেটানো তাত্ত্বিক বিচারে দেশের জন্য কল্যাণ বলে বিবেচিত হলেও তা একশ্রেণির মানুষের মুনাফার লকলকে জিহ্বাকে উসকে দিয়েছে। পশ্চিম বাংলার মানুষ যদি ২৫০ টাকা কেজিতে গরুর মাংস কিনতে পারে তবে বাংলাদেশে কেন এর মূল্য ৭৫০ টাকা হবে সে প্রশ্নের জবাব বের করা জরুরি হয়ে উঠছে। শুধু গরুর মাংস নয়, প্রতিটি নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়। মুরগির দাম এক মাস ধরেই ঊর্ধ্বমুখী। সাদা ব্রয়লার এখন ২৫০ টাকা, সাদা লেয়ার ২৭০ টাকা, লাল লেয়ার ২৯০ টাকা, সোনালি কক ৩৫০ টাকা, গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। মাছের বাজারে পাঙ্গাশ, তেলাপিয়া ও রুই মাছের দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে পাঙ্গাশ মাছ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে বেড়ে ১৭০ টাকা, রুই (নলা) ২০০ টাকা থেকে বেড়ে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ২৮০ টাকা। এ ছাড়া পুঁটি ৩০০ টাকা ও সিলভার কার্প ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সবজির বাজার বাড়তির দিকে। লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আকার ভেদে দামের তারতম্য রয়েছে। ফার্মের মুরগির ডিমের দাম একটু কমেছে। ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ১৯০-২০০ টাকা। বলা হচ্ছে ব্যবসায়ীরা রোজায় কোনো নিত্যপণ্যের দাম বাড়ছে না এমনটি দেখিয়ে সরকারের কাছে প্রিয় হতে চান। তাই আগেভাগে দাম বাড়ানোর কসরত চলছে ‘নৃশংসভাবে’। এ বিষয়ে সরকার চোখ ও কান খোলা না রাখলে তা তাদের সুনামকেই প্রশ্নবিদ্ধ করবে।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
বাড়ছে নিত্যপণ্যের দাম
রোজার আগে এ আলামত ভালো নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর