বাংলাদেশ নামের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে রাজনীতিকদের নেতৃত্বে। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন রাজনীতিকরা। বাঙালি জাতির হাজার বছরের সেরা অর্জন স্বাধীনতা এসেছে যাঁর হাত দিয়ে, সর্বকালের সেরা বাঙালি বঙ্গবন্ধুও ছিলেন একজন রাজনীতিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে প্রবাসী বাংলাদেশ সরকার। সে সরকারের সবাই ছিলেন রাজনীতিক। এমনকি মুক্তিবাহিনীর প্রধান হিসেবে কোনো ট্র্যাডিশনাল সেনাপতি নয়, দায়িত্ব পালন করেছিলেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি যিনি অতি অবশ্যই রাজনীতিক। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দরিদ্র থেকে আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে রাজনীতিকদের নেতৃত্বে। ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে এ দেশকে অযুত সম্ভাবনার দেশে পরিণত করার পেছনে রাজনীতিকদের অবদান অনন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দেশের রাজনীতি তার স্বকীয় মহিমা হারিয়ে ফেলেছে সাম্প্রতিক দিনগুলোয়। দুর্বৃত্তায়ন রাজনীতির উজ্জ্বল ভাবমূর্তি নিষ্প্রভ করে তুলেছে। রাজনীতিতে গুণগতমান নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা কঠিন হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে তৃণমূল পর্যায়ে জনমত গড়ে তুলতে হবে। রাজনীতিতে মূল্যবোধের যে ধস নেমেছে সে সম্পর্কে রাজনীতিকদের সতর্ক থাকতে হবে। আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব, শেরেবাংলা এ কে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদের মতো নেতারা জন্মগ্রহণ করেছেন। তাঁরা বাংলাদেশের আত্মা হয়ে ওঠার কৃতিত্বও দেখিয়েছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করা ছিল যাঁদের স্বপ্ন। সে রাজনীতি আজ গতি হারাচ্ছে। রাজনীতিকরা রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছেন। রাজনীতি জনসেবার বদলে ভোগ ও বাণিজ্যের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ অধঃপতিত অবস্থা থেকে সরে আসতে হবে। এ ব্যাপারে উদ্যোগী হতে হবে রাজনীতিকদেরই।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
শুদ্ধ হোক রাজনীতি
অধঃপতিত অবস্থা থেকে সরে আসতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর