বাংলাদেশের ১ কোটি মানুষ বিদেশে থাকেন। দেশের প্রতি ১৭ জনের একজন প্রবাসী। প্রতি বছর তাদের এক উল্লেখযোগ্য অংশ দেশে আসা-যাওয়া করেন। বছরে হজ ও ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া-আসা করেন প্রায় ২ লাখ মানুষ। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষার সূত্রে বিদেশে যাতায়াতকারী নাগরিকের সংখ্যাও বিপুল। কিন্তু রহস্যজনক কারণে বাংলাদেশি যাত্রীরা বিদেশে যাতায়াতের ক্ষেত্রে নির্মম শোষণের শিকার হচ্ছেন। বাদ যাচ্ছেন না হজযাত্রীরাও। কলকাতা-দুবাই-কলকাতা রুটে এমিরেটস এয়ারলাইনসে ভাড়া দিতে হয় ৩৪ হাজার ৫২ রুপি বা ৪২ হাজার ৭৭৫ টাকা অথচ ঢাকা-দুবাই-ঢাকা রুটে নেওয়া হয় প্রায় দ্বিগুণ ৮০ হাজার টাকা। চাহিদার তুলনায় ফ্লাইট সংখ্যা কম থাকার পাশাপাশি টিকিট বিক্রিতে অনিয়মের কারণে এ সংকট তৈরি হয়েছে, বেড়েছে ভাড়া। এতে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কিছুদিন আগেও ভাড়া ছিল ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। সম্প্রতি সেই ভাড়া বেড়ে ৬০ হাজার থেকে ১ লাখে পৌঁছেছে। আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশে যেতেও বিমানের ভাড়া বেড়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। কারণ এসব দেশেই বেশির ভাগ শ্রমিক কাজে যাচ্ছেন। বিমানের টিকিট বিক্রির আন্তর্জাতিক ওয়েবসাইট স্কাইস্ক্যানার ট্রাভেল ইনসাইটের তথ্য বলছে, ২০১৯ সালের ফেব্রুয়ারির তুলনায় গত ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় টিকিটের দাম ৩৩ শতাংশ বেশি ছিল। অথচ একই সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকায় যথাক্রমে টিকিটের দাম বেড়েছে ১২ ও ১৭ শতাংশ। কিছু কিছু ক্ষেত্রে চার বছর আগের তুলনায় এখন যাত্রীদের দ্বিগুণ বিমান ভাড়া গুনতে হচ্ছে। বিমানের টিকিট কালোবাজারিও চলছে যথেচ্ছভাবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মজীবী বাংলাদেশিরা কর্মস্থলে ফেরার সময় বাধ্য হচ্ছেন বেশি দামে টিকিট কিনতে। এ বিষয়ে কর্তাব্যক্তিরা বোধগম্য কারণে কুম্ভকর্ণের ঘুমে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সক্রিয় হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মাত্রাতিরিক্ত বিমান ভাড়া
কর্তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙুক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর