দেশ এখন শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দাবদাহ মোকাবিলা করছে। অসহনীয় গরমে বেড়েছে পানির তেষ্টা। বেড়েছে শরীর ঠান্ডা রাখতে পানির ব্যবহার। অথচ এ সময়ে রাজধানীর বেশকিছু এলাকায় চলছে পানির সংকট। সবচেয়ে কষ্ট পাচ্ছেন রোজাদাররা। রাজধানীর আদাবর, শেখেরটেক, মেহেদীবাগ, মনসুরাবাদ, মিরপুর কাজীপাড়া, মোহাম্মদিয়া হাউজিংয়ে পানির সংকট চলছে গ্রীষ্মের দুঃসময়ে। বনশ্রী ডি ব্লকের রেডিয়েন্ট কৃষ্ণচূড়া থেকে আশপাশ এলাকায় তিন দিন ধরে পানি সরবরাহ নেই। এ এলাকায় রয়েছে প্রায় ২ হাজার পরিবার। কয়েক দিন ধরে খাওয়া-দাওয়া এবং গোসলের পানি মিলছে না। এলাকাবাসীর অভিযোগ, ওয়াসার কাছে বারবার অভিযোগ করলেও কেউ সাড়া দিচ্ছে না। শেখেরটেকে রাতে কিছু সময়ের জন্য পানি থাকলেও দিনের বেলায় থাকে না। রাজধানীর আহমেদাবাগ এলাকার দ্বিতীয় লেনেও শুধু রাতে কিছু সময়ের জন্য পানি আসে। লোডশেডিংয়ের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে পানির সরবরাহ বিঘিœত হচ্ছে। ওয়াসার পানির পাইপ বসানোর কাজ চলমান থাকায় কোথাও কোথাও পানি সরবরাহে বিঘ্ন ঘটছে। বাধ্য হয়ে অনেকে ওয়াসার গাড়ি থেকে পানি কিনছেন। সেখানেও ৪০০ টাকার বদলে ৬০০-৮০০ টাকা আদায় করা হচ্ছে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা ২৬০ কোটি লিটার। চাহিদা থাকে ২১০ থেকে ২৪৫ কোটি লিটার পর্যন্ত। তবে গ্রীষ্মের দাবদাহে এ বছর পানির চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। বাড়তি চাহিদা মোকাবিলায় ওয়াসাকে হিমশিম খেতে হচ্ছে। রাজধানীর কিছু এলাকায় পানি সংকটের পেছনে ওয়াসার পাইপলাইনের উন্নয়ন কাজকে কারণ হিসেবে দেখা হচ্ছে। স্বীকার করতেই হবে রাজধানীর জনসংখ্যা স্পুটনিক গতিতে বাড়লেও নাগরিকদের পানি প্রাপ্তির পরিমাণ আগের তুলনায় বেড়েছে। ঢাকা ওয়াসা এ জন্য অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা আশা করব রাজধানীর যেসব এলাকায় পানি সংকট বিরাজ করছে সেসব এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। পানির আরেক নাম জীবন। গ্রীষ্মে পানি সংকট কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম