বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাচার হয়ে যাওয়া অর্থ রেমিট্যান্স হয়ে ফিরে আসছে- এমন অনুমান তুলে ধরা হয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক সভায় তারা বলেছেন, গত ১০ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ দশমিক ২২ লাখ মানুষ গেছে। সেখান থেকে প্রত্যাশামতো রেমিট্যান্স আসছে না। লোক যাওয়া ও রেমিট্যান্সের মধ্যে বড় রকমের পার্থক্য তৈরি হয়েছে। এতদিন সৌদি আরব থেকে বেশি রেমিট্যান্স এলেও যুক্তরাষ্ট্র এখন সে জায়গা দখল করেছে। যুক্তরাষ্ট্রে যারা যান তাদের বেশির ভাগই হোয়াইট কালার জব করেন। অনেকেই ঘরবাড়ি ও জমিজমা বিক্রি করে দেশ থেকে টাকা নিয়ে চলে যান। অনেক শিক্ষার্থীও সে দেশে আছেন। তারা তো আর টাকা পাঠাতে পারেন না। তাহলে বিপুল এ রেমিট্যান্স আসছে কোথা থেকে? এর একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এমন- দেশ থেকে টাকা পাচার হয়ে তা আবার রেমিট্যান্স হয়ে ফেরত আসছে। রেমিট্যান্সের ওপর যে আড়াই শতাংশ ইনসেনটিভ বা সাবসিডি দেওয়া হচ্ছে তার সুযোগ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষকে আরও গভীরে গিয়ে বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ সম্পর্কে সিপিডির অভিমত কতটা গ্রহণযোগ্য তা যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশির সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কেন রেমিট্যান্স কম আসছে সে রহস্য উদঘাটন হওয়া দরকার। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের সিংহভাগ সে দেশে গেছে অভিবাসীর মর্যাদা পাওয়ার জন্য। এদের অনেকেই গেছেন জমিজমা বিক্রি করে। বেশির ভাগের পরিবার সচ্ছল হওয়ায় তারা দেশে থাকা স্বজনদের কাছে তুলনামূলকভাবে কম অর্থ পাঠান। হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স বেশি আসার পেছনে পাচারকৃত টাকা ভিন্ন কৌশলে দেশে ফেরত এনে সে অর্থের বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না পর্যালোচনার দাবি রাখে।
শিরোনাম
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
রেমিট্যান্স বিতর্ক
দরকার যথাযথ পর্যালোচনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর