বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাচার হয়ে যাওয়া অর্থ রেমিট্যান্স হয়ে ফিরে আসছে- এমন অনুমান তুলে ধরা হয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক সভায় তারা বলেছেন, গত ১০ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ দশমিক ২২ লাখ মানুষ গেছে। সেখান থেকে প্রত্যাশামতো রেমিট্যান্স আসছে না। লোক যাওয়া ও রেমিট্যান্সের মধ্যে বড় রকমের পার্থক্য তৈরি হয়েছে। এতদিন সৌদি আরব থেকে বেশি রেমিট্যান্স এলেও যুক্তরাষ্ট্র এখন সে জায়গা দখল করেছে। যুক্তরাষ্ট্রে যারা যান তাদের বেশির ভাগই হোয়াইট কালার জব করেন। অনেকেই ঘরবাড়ি ও জমিজমা বিক্রি করে দেশ থেকে টাকা নিয়ে চলে যান। অনেক শিক্ষার্থীও সে দেশে আছেন। তারা তো আর টাকা পাঠাতে পারেন না। তাহলে বিপুল এ রেমিট্যান্স আসছে কোথা থেকে? এর একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এমন- দেশ থেকে টাকা পাচার হয়ে তা আবার রেমিট্যান্স হয়ে ফেরত আসছে। রেমিট্যান্সের ওপর যে আড়াই শতাংশ ইনসেনটিভ বা সাবসিডি দেওয়া হচ্ছে তার সুযোগ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষকে আরও গভীরে গিয়ে বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ সম্পর্কে সিপিডির অভিমত কতটা গ্রহণযোগ্য তা যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশির সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কেন রেমিট্যান্স কম আসছে সে রহস্য উদঘাটন হওয়া দরকার। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের সিংহভাগ সে দেশে গেছে অভিবাসীর মর্যাদা পাওয়ার জন্য। এদের অনেকেই গেছেন জমিজমা বিক্রি করে। বেশির ভাগের পরিবার সচ্ছল হওয়ায় তারা দেশে থাকা স্বজনদের কাছে তুলনামূলকভাবে কম অর্থ পাঠান। হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স বেশি আসার পেছনে পাচারকৃত টাকা ভিন্ন কৌশলে দেশে ফেরত এনে সে অর্থের বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না পর্যালোচনার দাবি রাখে।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
রেমিট্যান্স বিতর্ক
দরকার যথাযথ পর্যালোচনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর