বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাচার হয়ে যাওয়া অর্থ রেমিট্যান্স হয়ে ফিরে আসছে- এমন অনুমান তুলে ধরা হয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক সভায় তারা বলেছেন, গত ১০ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ দশমিক ২২ লাখ মানুষ গেছে। সেখান থেকে প্রত্যাশামতো রেমিট্যান্স আসছে না। লোক যাওয়া ও রেমিট্যান্সের মধ্যে বড় রকমের পার্থক্য তৈরি হয়েছে। এতদিন সৌদি আরব থেকে বেশি রেমিট্যান্স এলেও যুক্তরাষ্ট্র এখন সে জায়গা দখল করেছে। যুক্তরাষ্ট্রে যারা যান তাদের বেশির ভাগই হোয়াইট কালার জব করেন। অনেকেই ঘরবাড়ি ও জমিজমা বিক্রি করে দেশ থেকে টাকা নিয়ে চলে যান। অনেক শিক্ষার্থীও সে দেশে আছেন। তারা তো আর টাকা পাঠাতে পারেন না। তাহলে বিপুল এ রেমিট্যান্স আসছে কোথা থেকে? এর একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এমন- দেশ থেকে টাকা পাচার হয়ে তা আবার রেমিট্যান্স হয়ে ফেরত আসছে। রেমিট্যান্সের ওপর যে আড়াই শতাংশ ইনসেনটিভ বা সাবসিডি দেওয়া হচ্ছে তার সুযোগ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষকে আরও গভীরে গিয়ে বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ সম্পর্কে সিপিডির অভিমত কতটা গ্রহণযোগ্য তা যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশির সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কেন রেমিট্যান্স কম আসছে সে রহস্য উদঘাটন হওয়া দরকার। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের সিংহভাগ সে দেশে গেছে অভিবাসীর মর্যাদা পাওয়ার জন্য। এদের অনেকেই গেছেন জমিজমা বিক্রি করে। বেশির ভাগের পরিবার সচ্ছল হওয়ায় তারা দেশে থাকা স্বজনদের কাছে তুলনামূলকভাবে কম অর্থ পাঠান। হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স বেশি আসার পেছনে পাচারকৃত টাকা ভিন্ন কৌশলে দেশে ফেরত এনে সে অর্থের বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না পর্যালোচনার দাবি রাখে।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
রেমিট্যান্স বিতর্ক
দরকার যথাযথ পর্যালোচনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর