জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী যুগ্ম কমিশনারকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১৮ ঘণ্টা নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে অপহরণকারীরা। অপহরণকারীরা মাসুমা খাতুন নামের ওই কর্মকর্তার বাম পা ভেঙে দেয়। নির্যাতনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার একটি চোখ। ভুক্তভোগীর কাছে থাকা দেড় লাখ টাকা ও দামি মোবাইল নিয়েও সন্তুষ্ট থাকেনি তারা। পুরো টাকা আদায়ের জন্য চালানো হয় পৈশাচিক নির্যাতন। নির্যাতনে তার মাথা ফেটে যায়। শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে যায়। হত্যার পর লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। ভাগ্যগুণে বেঁচে যান তিনি। মাসুমা খাতুন ১৮ আগস্ট রাত ৮টার দিকে বড় মগবাজার থেকে নিজের গাড়িতে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। সোয়া ৮টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় পৌঁছলে একটি মোটরসাইকেল গাড়ির পেছনে ধাক্কা দেয়। চালক গাড়িটি থামালে অপহরণকারীচক্রের সদস্যরা জোরপূর্বক গাড়িচালকের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এরপর আনোয়ারকে গাড়ি থেকে বের করে দিয়ে মাসুমাকে নিয়ে সবুজবাগের একটি বাসার গ্যারেজে গাড়িটি ঢোকানো হয়। ওই গাড়িতেই আটকে রেখে তার ওপর চলে রাতভর নির্যাতন। নির্যাতনের সময় ভুক্তভোগীর চিৎকার যাতে বাইরে না যায়, সে জন্য তার মুখ স্কচটেপ দিয়ে আটকে দেওয়া হয়। পরে পানি চাইলে স্কচটেপ খুলে দেওয়া হয়। এভাবে পরদিন বেলা ২টা পর্যন্ত থেমে থেমে চলে তার ওপর শারীরিক নির্যাতন। ওই সময় অপহরণকারীরা তিনজনকে গাড়ির পাহারায় রেখে অন্যরা খাবার কিনতে যায়। এ সুযোগে মাসুমা খাতুন গাড়ি থেকে নেমে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। মাসুমা খাতুনকে চিকিৎসার জন্য নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। পুলিশের তদন্তে জানা গেছে, এনবিআর কর্মকর্তার সাবেক গাড়িচালক একটি অপহরণকারী চক্রের সদস্য। তার দেওয়া তথ্যে অপহরণের ঘটনা ঘটে। রাজধানীতে এনবিআরের একজন মহিলা কর্মকর্তাকে অপহরণ ও ১৮ ঘণ্টা ধরে নির্যাতন ঘৃণ্য একটি ঘটনা। আমরা আশা করব এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
শিরোনাম
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
এনবিআর কর্মকর্তাকে নির্যাতন
অপরাধীদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর