জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী যুগ্ম কমিশনারকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১৮ ঘণ্টা নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে অপহরণকারীরা। অপহরণকারীরা মাসুমা খাতুন নামের ওই কর্মকর্তার বাম পা ভেঙে দেয়। নির্যাতনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার একটি চোখ। ভুক্তভোগীর কাছে থাকা দেড় লাখ টাকা ও দামি মোবাইল নিয়েও সন্তুষ্ট থাকেনি তারা। পুরো টাকা আদায়ের জন্য চালানো হয় পৈশাচিক নির্যাতন। নির্যাতনে তার মাথা ফেটে যায়। শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে যায়। হত্যার পর লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। ভাগ্যগুণে বেঁচে যান তিনি। মাসুমা খাতুন ১৮ আগস্ট রাত ৮টার দিকে বড় মগবাজার থেকে নিজের গাড়িতে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। সোয়া ৮টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় পৌঁছলে একটি মোটরসাইকেল গাড়ির পেছনে ধাক্কা দেয়। চালক গাড়িটি থামালে অপহরণকারীচক্রের সদস্যরা জোরপূর্বক গাড়িচালকের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এরপর আনোয়ারকে গাড়ি থেকে বের করে দিয়ে মাসুমাকে নিয়ে সবুজবাগের একটি বাসার গ্যারেজে গাড়িটি ঢোকানো হয়। ওই গাড়িতেই আটকে রেখে তার ওপর চলে রাতভর নির্যাতন। নির্যাতনের সময় ভুক্তভোগীর চিৎকার যাতে বাইরে না যায়, সে জন্য তার মুখ স্কচটেপ দিয়ে আটকে দেওয়া হয়। পরে পানি চাইলে স্কচটেপ খুলে দেওয়া হয়। এভাবে পরদিন বেলা ২টা পর্যন্ত থেমে থেমে চলে তার ওপর শারীরিক নির্যাতন। ওই সময় অপহরণকারীরা তিনজনকে গাড়ির পাহারায় রেখে অন্যরা খাবার কিনতে যায়। এ সুযোগে মাসুমা খাতুন গাড়ি থেকে নেমে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। মাসুমা খাতুনকে চিকিৎসার জন্য নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। পুলিশের তদন্তে জানা গেছে, এনবিআর কর্মকর্তার সাবেক গাড়িচালক একটি অপহরণকারী চক্রের সদস্য। তার দেওয়া তথ্যে অপহরণের ঘটনা ঘটে। রাজধানীতে এনবিআরের একজন মহিলা কর্মকর্তাকে অপহরণ ও ১৮ ঘণ্টা ধরে নির্যাতন ঘৃণ্য একটি ঘটনা। আমরা আশা করব এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
শিরোনাম
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭