জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী যুগ্ম কমিশনারকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১৮ ঘণ্টা নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে অপহরণকারীরা। অপহরণকারীরা মাসুমা খাতুন নামের ওই কর্মকর্তার বাম পা ভেঙে দেয়। নির্যাতনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার একটি চোখ। ভুক্তভোগীর কাছে থাকা দেড় লাখ টাকা ও দামি মোবাইল নিয়েও সন্তুষ্ট থাকেনি তারা। পুরো টাকা আদায়ের জন্য চালানো হয় পৈশাচিক নির্যাতন। নির্যাতনে তার মাথা ফেটে যায়। শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে যায়। হত্যার পর লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। ভাগ্যগুণে বেঁচে যান তিনি। মাসুমা খাতুন ১৮ আগস্ট রাত ৮টার দিকে বড় মগবাজার থেকে নিজের গাড়িতে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। সোয়া ৮টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় পৌঁছলে একটি মোটরসাইকেল গাড়ির পেছনে ধাক্কা দেয়। চালক গাড়িটি থামালে অপহরণকারীচক্রের সদস্যরা জোরপূর্বক গাড়িচালকের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এরপর আনোয়ারকে গাড়ি থেকে বের করে দিয়ে মাসুমাকে নিয়ে সবুজবাগের একটি বাসার গ্যারেজে গাড়িটি ঢোকানো হয়। ওই গাড়িতেই আটকে রেখে তার ওপর চলে রাতভর নির্যাতন। নির্যাতনের সময় ভুক্তভোগীর চিৎকার যাতে বাইরে না যায়, সে জন্য তার মুখ স্কচটেপ দিয়ে আটকে দেওয়া হয়। পরে পানি চাইলে স্কচটেপ খুলে দেওয়া হয়। এভাবে পরদিন বেলা ২টা পর্যন্ত থেমে থেমে চলে তার ওপর শারীরিক নির্যাতন। ওই সময় অপহরণকারীরা তিনজনকে গাড়ির পাহারায় রেখে অন্যরা খাবার কিনতে যায়। এ সুযোগে মাসুমা খাতুন গাড়ি থেকে নেমে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। মাসুমা খাতুনকে চিকিৎসার জন্য নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। পুলিশের তদন্তে জানা গেছে, এনবিআর কর্মকর্তার সাবেক গাড়িচালক একটি অপহরণকারী চক্রের সদস্য। তার দেওয়া তথ্যে অপহরণের ঘটনা ঘটে। রাজধানীতে এনবিআরের একজন মহিলা কর্মকর্তাকে অপহরণ ও ১৮ ঘণ্টা ধরে নির্যাতন ঘৃণ্য একটি ঘটনা। আমরা আশা করব এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
শিরোনাম
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
এনবিআর কর্মকর্তাকে নির্যাতন
অপরাধীদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর