একটি জাতি কতটা সভ্য তা নারীদের প্রতি তাদের সম্মান ও সদাচরণ থেকে বিবেচনা করা যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, নারী নির্যাতনের ক্ষেত্রে এ ভূখন্ডের মানুষের ইতিহাস খুব একটা ভালো নয়। গত তিন দশকের বেশি সময় ধরে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দ্রুতপদে এগিয়েছে। দেশের প্রধানমন্ত্রী পদটি গত ৩২ বছর ধরে অলংকৃত করে আছেন নারীরা। সংসদে বিরোধীদলীয় নেতার পদটিও তাঁদের হাতে। এ মুহূর্তে সংসদে সরকারি দলের নেতা, উপনেতা, বিরোধীদলীয় নেতা, স্পিকার পদটি নারীর ক্ষমতায়নের বার্তাই দেয়। দেশের অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ খুবই অগ্রগণ্য। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে নিয়োজিতদের সিংহভাগই নারী। এটি হলো মুদ্রার একদিক। অন্যদিক হলো বাংলাদেশ বাল্যবিয়ের দিক থেকে শিরোপা অর্জনের কসরত করছে বিশ্ব সমাজে। নারী নির্যাতন এ দেশের পুরুষতান্ত্রিক সমাজের অনুষঙ্গ। ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সারা দেশে ২ হাজার ৫৭৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯৭ জন। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১১৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩১ জনকে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন ১২ জন এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৮৯ জনের সঙ্গে। এ ছাড়া হত্যা করা হয়েছে ৪৩৩ জনকে। রহস্যজনক মৃত্যু হয়েছে ২৩১ জনের। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২১১ জন। আত্মহত্যা করেছেন ২০৭ জন। অপহরণের শিকার হয়েছেন ১২২ এবং যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪২ জন। রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। নারী নির্যাতন বন্ধে সভ্য মানুষ হওয়ার প্রচেষ্টাকে জোরদার করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতার অবসান ঘটাতে হবে। পুরুষ নারী বিভাজনের বদলে নিজেদের মানুষ হিসেবে ভাবার সক্ষমতা গড়ে তোলা জরুরি।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
নারী নির্যাতন
অসভ্য মানসিকতা দূর হোক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর