সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লায় মা, বাবা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যার পর কোনো এক সময় এ হত্যাকান্ড সংঘটিত হয় বলে পুলিশের ধারণা। সোমবার দুপুরে পুলিশ নিহত বিকাশ সরকারের তিন তলা বাড়ির ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও তাড়াশ গোপাল জিউ বিগ্রহের কোষাধ্যক্ষ ছিলেন। নির্মম এ হত্যাকান্ডের ঘটনায় হতবাক তাড়াশ শহরের বাসিন্দারা। গভীর শোকের ছায়া নেমে এসেছে উপজেলা শহরে। গত শনিবার বিকাশ সরকারের ভাগ্নে মামা-মামিকে ফোন করে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। রবিবার রাতে বগুড়ার শেরপুর থেকে তিনি মাইক্রোতে মামার বাড়িতে আসেন। দরজায় তালা দেখে তিনি আবারও রিং করলে ভিতরে ফোন বেজে ওঠে। তিনি পুলিশ এবং এলাকাবাসীকে খবর দিলে তারা তালা ভেঙে লাশ তিনটি উদ্ধার করে। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তার স্বজনদের মতে, বিকাশের এক ভাগ্নির ওপর নির্যাতনের দায়ে ভাগ্নিজামাইয়ের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় ভাগ্নিজামাই জেলহাজতে। জমিজমা নিয়েও বিরোধ ছিল বলে জানিয়েছেন তারা। যে কারণেই এ হত্যাকান্ড হোক না কেন, আমরা আশা করব যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের পাকড়াও করে বিচারের সম্মুখীন করা হবে। হত্যকারীরা যাতে কোনোভাবে পার না পায় সে ব্যাপারে আইন প্রয়োগকারীদের থাকতে হবে সতর্ক।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
তাড়াশে তিন হত্যাকান্ড
অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর