সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লায় মা, বাবা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যার পর কোনো এক সময় এ হত্যাকান্ড সংঘটিত হয় বলে পুলিশের ধারণা। সোমবার দুপুরে পুলিশ নিহত বিকাশ সরকারের তিন তলা বাড়ির ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও তাড়াশ গোপাল জিউ বিগ্রহের কোষাধ্যক্ষ ছিলেন। নির্মম এ হত্যাকান্ডের ঘটনায় হতবাক তাড়াশ শহরের বাসিন্দারা। গভীর শোকের ছায়া নেমে এসেছে উপজেলা শহরে। গত শনিবার বিকাশ সরকারের ভাগ্নে মামা-মামিকে ফোন করে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। রবিবার রাতে বগুড়ার শেরপুর থেকে তিনি মাইক্রোতে মামার বাড়িতে আসেন। দরজায় তালা দেখে তিনি আবারও রিং করলে ভিতরে ফোন বেজে ওঠে। তিনি পুলিশ এবং এলাকাবাসীকে খবর দিলে তারা তালা ভেঙে লাশ তিনটি উদ্ধার করে। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তার স্বজনদের মতে, বিকাশের এক ভাগ্নির ওপর নির্যাতনের দায়ে ভাগ্নিজামাইয়ের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় ভাগ্নিজামাই জেলহাজতে। জমিজমা নিয়েও বিরোধ ছিল বলে জানিয়েছেন তারা। যে কারণেই এ হত্যাকান্ড হোক না কেন, আমরা আশা করব যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের পাকড়াও করে বিচারের সম্মুখীন করা হবে। হত্যকারীরা যাতে কোনোভাবে পার না পায় সে ব্যাপারে আইন প্রয়োগকারীদের থাকতে হবে সতর্ক।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ