সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লায় মা, বাবা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যার পর কোনো এক সময় এ হত্যাকান্ড সংঘটিত হয় বলে পুলিশের ধারণা। সোমবার দুপুরে পুলিশ নিহত বিকাশ সরকারের তিন তলা বাড়ির ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও তাড়াশ গোপাল জিউ বিগ্রহের কোষাধ্যক্ষ ছিলেন। নির্মম এ হত্যাকান্ডের ঘটনায় হতবাক তাড়াশ শহরের বাসিন্দারা। গভীর শোকের ছায়া নেমে এসেছে উপজেলা শহরে। গত শনিবার বিকাশ সরকারের ভাগ্নে মামা-মামিকে ফোন করে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। রবিবার রাতে বগুড়ার শেরপুর থেকে তিনি মাইক্রোতে মামার বাড়িতে আসেন। দরজায় তালা দেখে তিনি আবারও রিং করলে ভিতরে ফোন বেজে ওঠে। তিনি পুলিশ এবং এলাকাবাসীকে খবর দিলে তারা তালা ভেঙে লাশ তিনটি উদ্ধার করে। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তার স্বজনদের মতে, বিকাশের এক ভাগ্নির ওপর নির্যাতনের দায়ে ভাগ্নিজামাইয়ের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় ভাগ্নিজামাই জেলহাজতে। জমিজমা নিয়েও বিরোধ ছিল বলে জানিয়েছেন তারা। যে কারণেই এ হত্যাকান্ড হোক না কেন, আমরা আশা করব যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের পাকড়াও করে বিচারের সম্মুখীন করা হবে। হত্যকারীরা যাতে কোনোভাবে পার না পায় সে ব্যাপারে আইন প্রয়োগকারীদের থাকতে হবে সতর্ক।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
তাড়াশে তিন হত্যাকান্ড
অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর