সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লায় মা, বাবা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যার পর কোনো এক সময় এ হত্যাকান্ড সংঘটিত হয় বলে পুলিশের ধারণা। সোমবার দুপুরে পুলিশ নিহত বিকাশ সরকারের তিন তলা বাড়ির ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও তাড়াশ গোপাল জিউ বিগ্রহের কোষাধ্যক্ষ ছিলেন। নির্মম এ হত্যাকান্ডের ঘটনায় হতবাক তাড়াশ শহরের বাসিন্দারা। গভীর শোকের ছায়া নেমে এসেছে উপজেলা শহরে। গত শনিবার বিকাশ সরকারের ভাগ্নে মামা-মামিকে ফোন করে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। রবিবার রাতে বগুড়ার শেরপুর থেকে তিনি মাইক্রোতে মামার বাড়িতে আসেন। দরজায় তালা দেখে তিনি আবারও রিং করলে ভিতরে ফোন বেজে ওঠে। তিনি পুলিশ এবং এলাকাবাসীকে খবর দিলে তারা তালা ভেঙে লাশ তিনটি উদ্ধার করে। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তার স্বজনদের মতে, বিকাশের এক ভাগ্নির ওপর নির্যাতনের দায়ে ভাগ্নিজামাইয়ের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় ভাগ্নিজামাই জেলহাজতে। জমিজমা নিয়েও বিরোধ ছিল বলে জানিয়েছেন তারা। যে কারণেই এ হত্যাকান্ড হোক না কেন, আমরা আশা করব যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের পাকড়াও করে বিচারের সম্মুখীন করা হবে। হত্যকারীরা যাতে কোনোভাবে পার না পায় সে ব্যাপারে আইন প্রয়োগকারীদের থাকতে হবে সতর্ক।
শিরোনাম
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ