সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লায় মা, বাবা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যার পর কোনো এক সময় এ হত্যাকান্ড সংঘটিত হয় বলে পুলিশের ধারণা। সোমবার দুপুরে পুলিশ নিহত বিকাশ সরকারের তিন তলা বাড়ির ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও তাড়াশ গোপাল জিউ বিগ্রহের কোষাধ্যক্ষ ছিলেন। নির্মম এ হত্যাকান্ডের ঘটনায় হতবাক তাড়াশ শহরের বাসিন্দারা। গভীর শোকের ছায়া নেমে এসেছে উপজেলা শহরে। গত শনিবার বিকাশ সরকারের ভাগ্নে মামা-মামিকে ফোন করে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। রবিবার রাতে বগুড়ার শেরপুর থেকে তিনি মাইক্রোতে মামার বাড়িতে আসেন। দরজায় তালা দেখে তিনি আবারও রিং করলে ভিতরে ফোন বেজে ওঠে। তিনি পুলিশ এবং এলাকাবাসীকে খবর দিলে তারা তালা ভেঙে লাশ তিনটি উদ্ধার করে। বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তার স্বজনদের মতে, বিকাশের এক ভাগ্নির ওপর নির্যাতনের দায়ে ভাগ্নিজামাইয়ের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় ভাগ্নিজামাই জেলহাজতে। জমিজমা নিয়েও বিরোধ ছিল বলে জানিয়েছেন তারা। যে কারণেই এ হত্যাকান্ড হোক না কেন, আমরা আশা করব যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের পাকড়াও করে বিচারের সম্মুখীন করা হবে। হত্যকারীরা যাতে কোনোভাবে পার না পায় সে ব্যাপারে আইন প্রয়োগকারীদের থাকতে হবে সতর্ক।
শিরোনাম
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া