ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে পরিচালিত এ হামলার পেছনে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের মদত আছে কি না, সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে বোদ্ধামহলে। ভারত সরকার যদিও এ হামলার জন্য দুঃখপ্রকাশ করেছে, তবু আশ্বস্ত হয়নি বাংলাদেশ। এটিকে পরিকল্পিত হামলা বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা হঠাৎ বাংলাদেশ মিশনে ঢুকে পড়ে। তাদের মোকাবিলায় নিরাপত্তার জন্য নিয়োজিত কর্মীদের বেগ পেতে হয়। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণ। বিক্ষোভকারীরা বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রান্ত হওয়ায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, বাংলাদেশ এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাস বা কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষায় প্রতিটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরার আগরতলায় যেভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে, তা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। ভারতে চার মাস ধরে বাংলাদেশবিরোধী যে অপপ্রচার চলছে, এ হামলার মাধ্যমে তা আরও কদর্য চেহারা ধারণ করল। বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে সৎ বন্ধুসুলভ সম্পর্কে বিশ্বাসী। সবকিছু বদল করা গেলেও প্রতিবেশী বদল করা যায় না, এ বাস্তবতায় সুসম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহে কখনো ঘাটতি ছিল না। বাংলাদেশে আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের আচরণ দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি করছে। তাদের সামাজিক মাধ্যমগুলো উঠেপড়ে লেগেছে বাংলাদেশবিরোধী প্রচারণায়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিষিয়ে তুলছে ভারতীয় প্রচারমাধ্যমের অপপ্রচার। সৎ প্রতিবেশীসুলভ সম্পর্কের স্বার্থে এ কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে তারা বিরত থাকবে, সেটাই দেখতে চায় বাংলাদেশের মানুষ।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
হাইকমিশনে হামলা
ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর