ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে পরিচালিত এ হামলার পেছনে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের মদত আছে কি না, সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে বোদ্ধামহলে। ভারত সরকার যদিও এ হামলার জন্য দুঃখপ্রকাশ করেছে, তবু আশ্বস্ত হয়নি বাংলাদেশ। এটিকে পরিকল্পিত হামলা বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা হঠাৎ বাংলাদেশ মিশনে ঢুকে পড়ে। তাদের মোকাবিলায় নিরাপত্তার জন্য নিয়োজিত কর্মীদের বেগ পেতে হয়। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণ। বিক্ষোভকারীরা বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রান্ত হওয়ায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, বাংলাদেশ এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাস বা কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষায় প্রতিটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরার আগরতলায় যেভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে, তা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। ভারতে চার মাস ধরে বাংলাদেশবিরোধী যে অপপ্রচার চলছে, এ হামলার মাধ্যমে তা আরও কদর্য চেহারা ধারণ করল। বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে সৎ বন্ধুসুলভ সম্পর্কে বিশ্বাসী। সবকিছু বদল করা গেলেও প্রতিবেশী বদল করা যায় না, এ বাস্তবতায় সুসম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহে কখনো ঘাটতি ছিল না। বাংলাদেশে আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের আচরণ দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি করছে। তাদের সামাজিক মাধ্যমগুলো উঠেপড়ে লেগেছে বাংলাদেশবিরোধী প্রচারণায়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিষিয়ে তুলছে ভারতীয় প্রচারমাধ্যমের অপপ্রচার। সৎ প্রতিবেশীসুলভ সম্পর্কের স্বার্থে এ কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে তারা বিরত থাকবে, সেটাই দেখতে চায় বাংলাদেশের মানুষ।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ