ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে পরিচালিত এ হামলার পেছনে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের মদত আছে কি না, সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে বোদ্ধামহলে। ভারত সরকার যদিও এ হামলার জন্য দুঃখপ্রকাশ করেছে, তবু আশ্বস্ত হয়নি বাংলাদেশ। এটিকে পরিকল্পিত হামলা বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা হঠাৎ বাংলাদেশ মিশনে ঢুকে পড়ে। তাদের মোকাবিলায় নিরাপত্তার জন্য নিয়োজিত কর্মীদের বেগ পেতে হয়। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণ। বিক্ষোভকারীরা বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রান্ত হওয়ায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, বাংলাদেশ এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাস বা কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষায় প্রতিটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরার আগরতলায় যেভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে, তা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। ভারতে চার মাস ধরে বাংলাদেশবিরোধী যে অপপ্রচার চলছে, এ হামলার মাধ্যমে তা আরও কদর্য চেহারা ধারণ করল। বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে সৎ বন্ধুসুলভ সম্পর্কে বিশ্বাসী। সবকিছু বদল করা গেলেও প্রতিবেশী বদল করা যায় না, এ বাস্তবতায় সুসম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহে কখনো ঘাটতি ছিল না। বাংলাদেশে আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের আচরণ দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি করছে। তাদের সামাজিক মাধ্যমগুলো উঠেপড়ে লেগেছে বাংলাদেশবিরোধী প্রচারণায়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিষিয়ে তুলছে ভারতীয় প্রচারমাধ্যমের অপপ্রচার। সৎ প্রতিবেশীসুলভ সম্পর্কের স্বার্থে এ কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে তারা বিরত থাকবে, সেটাই দেখতে চায় বাংলাদেশের মানুষ।
শিরোনাম
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
হাইকমিশনে হামলা
ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন
প্রিন্ট ভার্সন