ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে পরিচালিত এ হামলার পেছনে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের মদত আছে কি না, সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে বোদ্ধামহলে। ভারত সরকার যদিও এ হামলার জন্য দুঃখপ্রকাশ করেছে, তবু আশ্বস্ত হয়নি বাংলাদেশ। এটিকে পরিকল্পিত হামলা বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা হঠাৎ বাংলাদেশ মিশনে ঢুকে পড়ে। তাদের মোকাবিলায় নিরাপত্তার জন্য নিয়োজিত কর্মীদের বেগ পেতে হয়। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণ। বিক্ষোভকারীরা বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রান্ত হওয়ায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, বাংলাদেশ এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাস বা কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষায় প্রতিটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরার আগরতলায় যেভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে, তা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। ভারতে চার মাস ধরে বাংলাদেশবিরোধী যে অপপ্রচার চলছে, এ হামলার মাধ্যমে তা আরও কদর্য চেহারা ধারণ করল। বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে সৎ বন্ধুসুলভ সম্পর্কে বিশ্বাসী। সবকিছু বদল করা গেলেও প্রতিবেশী বদল করা যায় না, এ বাস্তবতায় সুসম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহে কখনো ঘাটতি ছিল না। বাংলাদেশে আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের আচরণ দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি করছে। তাদের সামাজিক মাধ্যমগুলো উঠেপড়ে লেগেছে বাংলাদেশবিরোধী প্রচারণায়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিষিয়ে তুলছে ভারতীয় প্রচারমাধ্যমের অপপ্রচার। সৎ প্রতিবেশীসুলভ সম্পর্কের স্বার্থে এ কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে তারা বিরত থাকবে, সেটাই দেখতে চায় বাংলাদেশের মানুষ।
শিরোনাম
- ছাত্র ইউনিয়ন সভাপতির ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
- বাকেরগঞ্জে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
- বরিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মুন্সীগঞ্জে দুই মাদক বিক্রেতা আটক
- বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চলবে : শফিকুর রহমান
- ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তী ফুটবলার ডেনিস ল আর নেই
- সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী মনির গ্রেফতার
- খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের
- টানা ৮ জয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে রংপুর
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল চালক নিহত
- বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে পরিবহন শ্রমিক নেতা আহত
- খুশদিলের তাণ্ডব: শেষ ৩৬ বলে ৮১ রংপুরের
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
- অ্যালেক্সায় এআই
- মালপত্র মেপে না দেওয়ায় ৩ ভাইসহ ৪ জনকে কুপিয়ে জখম
- ফেসবুক প্রোফাইলে যেভাবে মিউজিক যুক্ত করবেন
- বিদেশিরা পারফরম্যান্স না করায় দলের এমন অবস্থা: সিলেট অধিনায়ক
- সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২
- শ্বাসকষ্ট অতঃপর ইনহেলার, তবুও জোকোভিচ লড়লেন এবং জিতলেন
- নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা পাবে না : সাইফুল