ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে পরিচালিত এ হামলার পেছনে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের মদত আছে কি না, সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে বোদ্ধামহলে। ভারত সরকার যদিও এ হামলার জন্য দুঃখপ্রকাশ করেছে, তবু আশ্বস্ত হয়নি বাংলাদেশ। এটিকে পরিকল্পিত হামলা বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা হঠাৎ বাংলাদেশ মিশনে ঢুকে পড়ে। তাদের মোকাবিলায় নিরাপত্তার জন্য নিয়োজিত কর্মীদের বেগ পেতে হয়। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণ। বিক্ষোভকারীরা বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রান্ত হওয়ায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, বাংলাদেশ এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাস বা কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষায় প্রতিটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরার আগরতলায় যেভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে, তা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। ভারতে চার মাস ধরে বাংলাদেশবিরোধী যে অপপ্রচার চলছে, এ হামলার মাধ্যমে তা আরও কদর্য চেহারা ধারণ করল। বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে সৎ বন্ধুসুলভ সম্পর্কে বিশ্বাসী। সবকিছু বদল করা গেলেও প্রতিবেশী বদল করা যায় না, এ বাস্তবতায় সুসম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহে কখনো ঘাটতি ছিল না। বাংলাদেশে আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের আচরণ দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি করছে। তাদের সামাজিক মাধ্যমগুলো উঠেপড়ে লেগেছে বাংলাদেশবিরোধী প্রচারণায়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিষিয়ে তুলছে ভারতীয় প্রচারমাধ্যমের অপপ্রচার। সৎ প্রতিবেশীসুলভ সম্পর্কের স্বার্থে এ কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে তারা বিরত থাকবে, সেটাই দেখতে চায় বাংলাদেশের মানুষ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
হাইকমিশনে হামলা
ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর