ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে পরিচালিত এ হামলার পেছনে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের মদত আছে কি না, সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে বোদ্ধামহলে। ভারত সরকার যদিও এ হামলার জন্য দুঃখপ্রকাশ করেছে, তবু আশ্বস্ত হয়নি বাংলাদেশ। এটিকে পরিকল্পিত হামলা বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা হঠাৎ বাংলাদেশ মিশনে ঢুকে পড়ে। তাদের মোকাবিলায় নিরাপত্তার জন্য নিয়োজিত কর্মীদের বেগ পেতে হয়। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণ। বিক্ষোভকারীরা বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রান্ত হওয়ায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, বাংলাদেশ এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাস বা কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষায় প্রতিটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরার আগরতলায় যেভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে, তা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। ভারতে চার মাস ধরে বাংলাদেশবিরোধী যে অপপ্রচার চলছে, এ হামলার মাধ্যমে তা আরও কদর্য চেহারা ধারণ করল। বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে সৎ বন্ধুসুলভ সম্পর্কে বিশ্বাসী। সবকিছু বদল করা গেলেও প্রতিবেশী বদল করা যায় না, এ বাস্তবতায় সুসম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহে কখনো ঘাটতি ছিল না। বাংলাদেশে আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের আচরণ দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি করছে। তাদের সামাজিক মাধ্যমগুলো উঠেপড়ে লেগেছে বাংলাদেশবিরোধী প্রচারণায়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিষিয়ে তুলছে ভারতীয় প্রচারমাধ্যমের অপপ্রচার। সৎ প্রতিবেশীসুলভ সম্পর্কের স্বার্থে এ কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে তারা বিরত থাকবে, সেটাই দেখতে চায় বাংলাদেশের মানুষ।
শিরোনাম
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
হাইকমিশনে হামলা
ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর