২০১৭ সালের আগস্টে গোটা বিশ্ব মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশাল এক মানবিক সংকট চাক্ষুষ করে। জান্তা-সেনার নৃশংস হামলার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে। সীমান্ত পেরিয়ে মানুষের নজিরবিহীন ঢলে তারা ঢুকে পড়ে বাংলাদেশে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দেয়। তারপর থেকে নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ-প্রচেষ্টা সত্ত্বেও এদের স্বদেশে ফিরে যাওয়া বা ফেরত পাঠানো সম্ভব হয়নি। বিভিন্ন শিবিরে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নানা সূত্রে পাওয়া সহায়তায় ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে। কিন্তু বর্তমানে প্রায় ১৪ লাখ রোহিঙ্গার ভার বহন বাংলাদেশের জন্য দুঃসহ হয়ে পড়েছে। তাদের কারণে দেশের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। চরম বিরক্তিকর হচ্ছে- এদের ব্যাপকভাবে অপরাধে জড়িয়ে পড়া। মাদক পাচার ও কারবার এদের পুরোনো পেশা। খুনখারাবি লেগেই আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে- অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবৈধ প্রক্রিয়ায় শুধু সৌদিতেই কয়েক লাখ রোহিঙ্গা ঢুকেছে। সেখানে তারা বাংলাদেশি হিসেবে বসবাস করছে এবং তাদের স্বভাবসুলভ হাজারটা অনিয়ম, অপরাধকাজে সম্পৃক্ত হচ্ছে। এতে বাংলাদেশিদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে সৌদির সমাজে। বিপাকে পড়ছেন প্রকৃত বাংলাদেশিরা। ইমেজ নষ্ট হচ্ছে দেশের। এর বিহিত হওয়া চাই। কীভাবে এত রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহে সক্ষম হলো, খতিয়ে দেখা প্রয়োজন। বিগত নব্বই দশকে বেশ কিছু রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে নেয় সৌদি আরব। তাদের প্রয়োজনীয় সুযোগসুবিধাও দেওয়া হয়। এখন আবার অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের জন্য স্থায়ীভাবে কিছু করতে চায় সৌদি সরকার। কীভাবে সুযোগটা কাজে লাগানো যায়, এ বিষয়ে গত বছর সে দেশের প্রতিনিধিদল ঢাকা সফর করে। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়। এ উদ্যোগ গতিশীল করে, সৌদিতে বাংলাদেশি পরিচয়ে অবৈধ রোহিঙ্গাদের বৈধতার ব্যবস্থা করার প্রচেষ্টা নেওয়াই উচিত। তার মাধ্যমে প্রকৃত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ এবং দেশের ভাবমূর্তি রক্ষা করা হোক।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ