২০১৭ সালের আগস্টে গোটা বিশ্ব মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশাল এক মানবিক সংকট চাক্ষুষ করে। জান্তা-সেনার নৃশংস হামলার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে। সীমান্ত পেরিয়ে মানুষের নজিরবিহীন ঢলে তারা ঢুকে পড়ে বাংলাদেশে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দেয়। তারপর থেকে নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ-প্রচেষ্টা সত্ত্বেও এদের স্বদেশে ফিরে যাওয়া বা ফেরত পাঠানো সম্ভব হয়নি। বিভিন্ন শিবিরে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নানা সূত্রে পাওয়া সহায়তায় ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে। কিন্তু বর্তমানে প্রায় ১৪ লাখ রোহিঙ্গার ভার বহন বাংলাদেশের জন্য দুঃসহ হয়ে পড়েছে। তাদের কারণে দেশের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। চরম বিরক্তিকর হচ্ছে- এদের ব্যাপকভাবে অপরাধে জড়িয়ে পড়া। মাদক পাচার ও কারবার এদের পুরোনো পেশা। খুনখারাবি লেগেই আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে- অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবৈধ প্রক্রিয়ায় শুধু সৌদিতেই কয়েক লাখ রোহিঙ্গা ঢুকেছে। সেখানে তারা বাংলাদেশি হিসেবে বসবাস করছে এবং তাদের স্বভাবসুলভ হাজারটা অনিয়ম, অপরাধকাজে সম্পৃক্ত হচ্ছে। এতে বাংলাদেশিদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে সৌদির সমাজে। বিপাকে পড়ছেন প্রকৃত বাংলাদেশিরা। ইমেজ নষ্ট হচ্ছে দেশের। এর বিহিত হওয়া চাই। কীভাবে এত রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহে সক্ষম হলো, খতিয়ে দেখা প্রয়োজন। বিগত নব্বই দশকে বেশ কিছু রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে নেয় সৌদি আরব। তাদের প্রয়োজনীয় সুযোগসুবিধাও দেওয়া হয়। এখন আবার অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের জন্য স্থায়ীভাবে কিছু করতে চায় সৌদি সরকার। কীভাবে সুযোগটা কাজে লাগানো যায়, এ বিষয়ে গত বছর সে দেশের প্রতিনিধিদল ঢাকা সফর করে। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়। এ উদ্যোগ গতিশীল করে, সৌদিতে বাংলাদেশি পরিচয়ে অবৈধ রোহিঙ্গাদের বৈধতার ব্যবস্থা করার প্রচেষ্টা নেওয়াই উচিত। তার মাধ্যমে প্রকৃত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ এবং দেশের ভাবমূর্তি রক্ষা করা হোক।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সৌদিতে রোহিঙ্গা
দেশের ইমেজ রক্ষায় কঠোর হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর