২০১৭ সালের আগস্টে গোটা বিশ্ব মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশাল এক মানবিক সংকট চাক্ষুষ করে। জান্তা-সেনার নৃশংস হামলার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে। সীমান্ত পেরিয়ে মানুষের নজিরবিহীন ঢলে তারা ঢুকে পড়ে বাংলাদেশে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দেয়। তারপর থেকে নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ-প্রচেষ্টা সত্ত্বেও এদের স্বদেশে ফিরে যাওয়া বা ফেরত পাঠানো সম্ভব হয়নি। বিভিন্ন শিবিরে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নানা সূত্রে পাওয়া সহায়তায় ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে। কিন্তু বর্তমানে প্রায় ১৪ লাখ রোহিঙ্গার ভার বহন বাংলাদেশের জন্য দুঃসহ হয়ে পড়েছে। তাদের কারণে দেশের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। চরম বিরক্তিকর হচ্ছে- এদের ব্যাপকভাবে অপরাধে জড়িয়ে পড়া। মাদক পাচার ও কারবার এদের পুরোনো পেশা। খুনখারাবি লেগেই আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে- অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবৈধ প্রক্রিয়ায় শুধু সৌদিতেই কয়েক লাখ রোহিঙ্গা ঢুকেছে। সেখানে তারা বাংলাদেশি হিসেবে বসবাস করছে এবং তাদের স্বভাবসুলভ হাজারটা অনিয়ম, অপরাধকাজে সম্পৃক্ত হচ্ছে। এতে বাংলাদেশিদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে সৌদির সমাজে। বিপাকে পড়ছেন প্রকৃত বাংলাদেশিরা। ইমেজ নষ্ট হচ্ছে দেশের। এর বিহিত হওয়া চাই। কীভাবে এত রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহে সক্ষম হলো, খতিয়ে দেখা প্রয়োজন। বিগত নব্বই দশকে বেশ কিছু রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে নেয় সৌদি আরব। তাদের প্রয়োজনীয় সুযোগসুবিধাও দেওয়া হয়। এখন আবার অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের জন্য স্থায়ীভাবে কিছু করতে চায় সৌদি সরকার। কীভাবে সুযোগটা কাজে লাগানো যায়, এ বিষয়ে গত বছর সে দেশের প্রতিনিধিদল ঢাকা সফর করে। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়। এ উদ্যোগ গতিশীল করে, সৌদিতে বাংলাদেশি পরিচয়ে অবৈধ রোহিঙ্গাদের বৈধতার ব্যবস্থা করার প্রচেষ্টা নেওয়াই উচিত। তার মাধ্যমে প্রকৃত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ এবং দেশের ভাবমূর্তি রক্ষা করা হোক।
শিরোনাম
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা