২০১৭ সালের আগস্টে গোটা বিশ্ব মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশাল এক মানবিক সংকট চাক্ষুষ করে। জান্তা-সেনার নৃশংস হামলার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে। সীমান্ত পেরিয়ে মানুষের নজিরবিহীন ঢলে তারা ঢুকে পড়ে বাংলাদেশে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দেয়। তারপর থেকে নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ-প্রচেষ্টা সত্ত্বেও এদের স্বদেশে ফিরে যাওয়া বা ফেরত পাঠানো সম্ভব হয়নি। বিভিন্ন শিবিরে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নানা সূত্রে পাওয়া সহায়তায় ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে। কিন্তু বর্তমানে প্রায় ১৪ লাখ রোহিঙ্গার ভার বহন বাংলাদেশের জন্য দুঃসহ হয়ে পড়েছে। তাদের কারণে দেশের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। চরম বিরক্তিকর হচ্ছে- এদের ব্যাপকভাবে অপরাধে জড়িয়ে পড়া। মাদক পাচার ও কারবার এদের পুরোনো পেশা। খুনখারাবি লেগেই আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে- অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবৈধ প্রক্রিয়ায় শুধু সৌদিতেই কয়েক লাখ রোহিঙ্গা ঢুকেছে। সেখানে তারা বাংলাদেশি হিসেবে বসবাস করছে এবং তাদের স্বভাবসুলভ হাজারটা অনিয়ম, অপরাধকাজে সম্পৃক্ত হচ্ছে। এতে বাংলাদেশিদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে সৌদির সমাজে। বিপাকে পড়ছেন প্রকৃত বাংলাদেশিরা। ইমেজ নষ্ট হচ্ছে দেশের। এর বিহিত হওয়া চাই। কীভাবে এত রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহে সক্ষম হলো, খতিয়ে দেখা প্রয়োজন। বিগত নব্বই দশকে বেশ কিছু রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে নেয় সৌদি আরব। তাদের প্রয়োজনীয় সুযোগসুবিধাও দেওয়া হয়। এখন আবার অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের জন্য স্থায়ীভাবে কিছু করতে চায় সৌদি সরকার। কীভাবে সুযোগটা কাজে লাগানো যায়, এ বিষয়ে গত বছর সে দেশের প্রতিনিধিদল ঢাকা সফর করে। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়। এ উদ্যোগ গতিশীল করে, সৌদিতে বাংলাদেশি পরিচয়ে অবৈধ রোহিঙ্গাদের বৈধতার ব্যবস্থা করার প্রচেষ্টা নেওয়াই উচিত। তার মাধ্যমে প্রকৃত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ এবং দেশের ভাবমূর্তি রক্ষা করা হোক।
শিরোনাম
- বাজেট জনকল্যাণে কাজে লাগাতে সচিবদের প্রতি অর্থ উপদেষ্টার আহ্বান
- সরকার নিয়ন্ত্রিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নেই: নুর
- বিরলে বিএনপির আনন্দ মিছিল ও র্যালি
- ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশকে জরুরি উপকরণ প্রদান
- যান্ত্রিক ত্রুটি, ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল
- শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার
- ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম নিয়ে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে : ফারুকী
- কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস আলম
- শহিদুল হক ও আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানোর নির্দেশ
- ঈদে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদেরও ৯ দিন ছুটি
- গৃহবধূর লাশ রেখে পালিয়েছে স্বামী, বিচারের দাবিতে মানববন্ধন
- নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান
- গাইবান্ধা বিএনপির যৌথ কর্মীসভা
- স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে : নবীউল্লাহ নবী
- মির্জা আজম দম্পতির জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৮ মে
- আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি
- হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিল : রিজভী
- ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম
সৌদিতে রোহিঙ্গা
দেশের ইমেজ রক্ষায় কঠোর হোন
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর