সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস চিকিৎসা শেষে গতকাল লন্ডন থেকে দেশে ফিরেছেন। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় এই রাজনৈতিক নেত্রী। বিমানবন্দর এবং তাঁর বাসভবনে ফেরার পথে ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে সমর্থকদের অনুরোধ করা হলেও লাখ লাখ লোক জড়ো হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে। এক গভীর সংকটময় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন জনমনে আশার আলো জাগিয়েছে। কারণ দ্রুত সংস্কারের ব্যাপারে সরকারের সঙ্গে দেনদরবারে বেগম খালেদা জিয়াই সবচেয়ে আস্থাবান ব্যক্তি। বিএনপির চেয়ারপারসন হলেও প্রতিপক্ষ দলগুলোরও সমীহ রয়েছে দেশনেত্রীর প্রতি। সরকারের দিক থেকেও বেগম খালেদা জিয়ার প্রতি আস্থার মনোভাব অন্য যে কোনো নেতা-নেত্রীর চেয়ে বেশি। ফলে সরকারের সঙ্গে সংস্কার এবং অন্যান্য প্রশ্নে বিএনপির যে মতপার্থক্য রয়েছে, তা বেগম জিয়ার হস্তক্ষেপে কমিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশের প্রতি ভারতের অনুদার নীতি দূরীকরণের ক্ষেত্রেও তিনি তাঁর প্রভাব কাজে লাগাতে সক্ষম হবেন বলে আশা করা যায়। আরাকানে মানবিক করিডরসহ নানা বিষয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার ইতি ঘটাতেও বিএনপি চেয়ারপারসনের দেশে ফিরে আসা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা অবদান রাখতে পারে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কারের বিকল্প নেই। বিশেষ করে নির্বাচনব্যবস্থার সংস্কার অবশ্যই অতি জরুরি। বেগম জিয়া সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অতীতে বিভিন্ন সময়ে জাতীয় প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় তিনি অবদান রাখতে পারবেন বলে বিশ্বাস করা হয়। বাংলাদেশে বাজার অর্থনীতি চালু হয় বেগম জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময়ে বিরোধী দলের সম্মতিতে। বাংলাদেশের আজকের উন্নয়ন বিশেষত শিল্পায়নে সে সিদ্ধান্ত আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। আশা করা যায়, দেশে যে মুহূর্তে ব্যবসায়ী ও শিল্পোদ্যাক্তাদের মধ্যে ভয়, আতঙ্ক ও আস্থার সংকট বিরাজ করছে তখন দেশনেত্রীর ব্যক্তিগত প্রভাব অনুকূল পরিস্থিতি সৃষ্টিতে অবদান রাখবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা