সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস চিকিৎসা শেষে গতকাল লন্ডন থেকে দেশে ফিরেছেন। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় এই রাজনৈতিক নেত্রী। বিমানবন্দর এবং তাঁর বাসভবনে ফেরার পথে ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে সমর্থকদের অনুরোধ করা হলেও লাখ লাখ লোক জড়ো হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে। এক গভীর সংকটময় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন জনমনে আশার আলো জাগিয়েছে। কারণ দ্রুত সংস্কারের ব্যাপারে সরকারের সঙ্গে দেনদরবারে বেগম খালেদা জিয়াই সবচেয়ে আস্থাবান ব্যক্তি। বিএনপির চেয়ারপারসন হলেও প্রতিপক্ষ দলগুলোরও সমীহ রয়েছে দেশনেত্রীর প্রতি। সরকারের দিক থেকেও বেগম খালেদা জিয়ার প্রতি আস্থার মনোভাব অন্য যে কোনো নেতা-নেত্রীর চেয়ে বেশি। ফলে সরকারের সঙ্গে সংস্কার এবং অন্যান্য প্রশ্নে বিএনপির যে মতপার্থক্য রয়েছে, তা বেগম জিয়ার হস্তক্ষেপে কমিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশের প্রতি ভারতের অনুদার নীতি দূরীকরণের ক্ষেত্রেও তিনি তাঁর প্রভাব কাজে লাগাতে সক্ষম হবেন বলে আশা করা যায়। আরাকানে মানবিক করিডরসহ নানা বিষয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার ইতি ঘটাতেও বিএনপি চেয়ারপারসনের দেশে ফিরে আসা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা অবদান রাখতে পারে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কারের বিকল্প নেই। বিশেষ করে নির্বাচনব্যবস্থার সংস্কার অবশ্যই অতি জরুরি। বেগম জিয়া সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অতীতে বিভিন্ন সময়ে জাতীয় প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় তিনি অবদান রাখতে পারবেন বলে বিশ্বাস করা হয়। বাংলাদেশে বাজার অর্থনীতি চালু হয় বেগম জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময়ে বিরোধী দলের সম্মতিতে। বাংলাদেশের আজকের উন্নয়ন বিশেষত শিল্পায়নে সে সিদ্ধান্ত আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। আশা করা যায়, দেশে যে মুহূর্তে ব্যবসায়ী ও শিল্পোদ্যাক্তাদের মধ্যে ভয়, আতঙ্ক ও আস্থার সংকট বিরাজ করছে তখন দেশনেত্রীর ব্যক্তিগত প্রভাব অনুকূল পরিস্থিতি সৃষ্টিতে অবদান রাখবে।
শিরোনাম
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
ফিরেছেন দেশনেত্রী
সংকটমোচনের প্রত্যাশা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর