সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস চিকিৎসা শেষে গতকাল লন্ডন থেকে দেশে ফিরেছেন। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় এই রাজনৈতিক নেত্রী। বিমানবন্দর এবং তাঁর বাসভবনে ফেরার পথে ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে সমর্থকদের অনুরোধ করা হলেও লাখ লাখ লোক জড়ো হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে। এক গভীর সংকটময় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন জনমনে আশার আলো জাগিয়েছে। কারণ দ্রুত সংস্কারের ব্যাপারে সরকারের সঙ্গে দেনদরবারে বেগম খালেদা জিয়াই সবচেয়ে আস্থাবান ব্যক্তি। বিএনপির চেয়ারপারসন হলেও প্রতিপক্ষ দলগুলোরও সমীহ রয়েছে দেশনেত্রীর প্রতি। সরকারের দিক থেকেও বেগম খালেদা জিয়ার প্রতি আস্থার মনোভাব অন্য যে কোনো নেতা-নেত্রীর চেয়ে বেশি। ফলে সরকারের সঙ্গে সংস্কার এবং অন্যান্য প্রশ্নে বিএনপির যে মতপার্থক্য রয়েছে, তা বেগম জিয়ার হস্তক্ষেপে কমিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশের প্রতি ভারতের অনুদার নীতি দূরীকরণের ক্ষেত্রেও তিনি তাঁর প্রভাব কাজে লাগাতে সক্ষম হবেন বলে আশা করা যায়। আরাকানে মানবিক করিডরসহ নানা বিষয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার ইতি ঘটাতেও বিএনপি চেয়ারপারসনের দেশে ফিরে আসা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা অবদান রাখতে পারে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কারের বিকল্প নেই। বিশেষ করে নির্বাচনব্যবস্থার সংস্কার অবশ্যই অতি জরুরি। বেগম জিয়া সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অতীতে বিভিন্ন সময়ে জাতীয় প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় তিনি অবদান রাখতে পারবেন বলে বিশ্বাস করা হয়। বাংলাদেশে বাজার অর্থনীতি চালু হয় বেগম জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময়ে বিরোধী দলের সম্মতিতে। বাংলাদেশের আজকের উন্নয়ন বিশেষত শিল্পায়নে সে সিদ্ধান্ত আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। আশা করা যায়, দেশে যে মুহূর্তে ব্যবসায়ী ও শিল্পোদ্যাক্তাদের মধ্যে ভয়, আতঙ্ক ও আস্থার সংকট বিরাজ করছে তখন দেশনেত্রীর ব্যক্তিগত প্রভাব অনুকূল পরিস্থিতি সৃষ্টিতে অবদান রাখবে।
শিরোনাম
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
ফিরেছেন দেশনেত্রী
সংকটমোচনের প্রত্যাশা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর