সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস চিকিৎসা শেষে গতকাল লন্ডন থেকে দেশে ফিরেছেন। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় এই রাজনৈতিক নেত্রী। বিমানবন্দর এবং তাঁর বাসভবনে ফেরার পথে ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে সমর্থকদের অনুরোধ করা হলেও লাখ লাখ লোক জড়ো হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে। এক গভীর সংকটময় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন জনমনে আশার আলো জাগিয়েছে। কারণ দ্রুত সংস্কারের ব্যাপারে সরকারের সঙ্গে দেনদরবারে বেগম খালেদা জিয়াই সবচেয়ে আস্থাবান ব্যক্তি। বিএনপির চেয়ারপারসন হলেও প্রতিপক্ষ দলগুলোরও সমীহ রয়েছে দেশনেত্রীর প্রতি। সরকারের দিক থেকেও বেগম খালেদা জিয়ার প্রতি আস্থার মনোভাব অন্য যে কোনো নেতা-নেত্রীর চেয়ে বেশি। ফলে সরকারের সঙ্গে সংস্কার এবং অন্যান্য প্রশ্নে বিএনপির যে মতপার্থক্য রয়েছে, তা বেগম জিয়ার হস্তক্ষেপে কমিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশের প্রতি ভারতের অনুদার নীতি দূরীকরণের ক্ষেত্রেও তিনি তাঁর প্রভাব কাজে লাগাতে সক্ষম হবেন বলে আশা করা যায়। আরাকানে মানবিক করিডরসহ নানা বিষয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার ইতি ঘটাতেও বিএনপি চেয়ারপারসনের দেশে ফিরে আসা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা অবদান রাখতে পারে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কারের বিকল্প নেই। বিশেষ করে নির্বাচনব্যবস্থার সংস্কার অবশ্যই অতি জরুরি। বেগম জিয়া সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অতীতে বিভিন্ন সময়ে জাতীয় প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় তিনি অবদান রাখতে পারবেন বলে বিশ্বাস করা হয়। বাংলাদেশে বাজার অর্থনীতি চালু হয় বেগম জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময়ে বিরোধী দলের সম্মতিতে। বাংলাদেশের আজকের উন্নয়ন বিশেষত শিল্পায়নে সে সিদ্ধান্ত আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। আশা করা যায়, দেশে যে মুহূর্তে ব্যবসায়ী ও শিল্পোদ্যাক্তাদের মধ্যে ভয়, আতঙ্ক ও আস্থার সংকট বিরাজ করছে তখন দেশনেত্রীর ব্যক্তিগত প্রভাব অনুকূল পরিস্থিতি সৃষ্টিতে অবদান রাখবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ফিরেছেন দেশনেত্রী
সংকটমোচনের প্রত্যাশা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর