রাজধানীর বেইলি রোডের এক রেস্টুরেন্টে গত বছরের ফেব্রুয়ারিতে ভয়াবহ আগুনে ৪৬ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছিল। তারপর যা হয়, একদিকে স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি, অন্যদিকে সংশ্লিষ্ট সব প্রশাসনের অতি তৎপরতা। তদন্ত কমিটি গঠন, নির্বিচার গ্রেপ্তার, হোটেল-রেস্টুরেন্টের অনিয়ম খুঁজতে ব্যাপক অভিযান। নিহতদের ময়নাতদন্ত, দাফন দ্রুত সম্পন্ন হলেও স্বজনদের চোখের পানি শুকায় না সারাজীবনেও। তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে না অধিকাংশ ক্ষেত্রেই। মাঝখানে গ্রেপ্তার ও অভিযানের নামে বিভিন্ন বাহিনী ও সংস্থার অসৎ কর্মচারীরা একটা যুৎসই বাণিজ্য বাগিয়ে নেন। এ কোনো নতুন অভিযোগ নয়। এজন্যই সমস্যার প্রকৃত সমাধানটা কখনো হয় না। রাজধানীর বহুতল ভবনে থাকা রেস্টুরেন্টগুলোতে অগ্নিদুর্ঘটনা যেন ব্যবসায়ী ও দায়িত্বশীল সংস্থাগুলোর কাছে ‘ডাল-ভাতে’ পরিণত হয়েছে। শুধু ঢাকা নয়, দেশের মোট হোটেল-রেস্টুরেন্টের ১৫/২০ শতাংশই অতি ঝুঁকিপূর্ণ। এগুলো দেখার যেন কেউ নেই। থাকলেও সেই ভূত তাড়ানোর শর্ষেতেই ভূতের আসর। অনিয়মের ফাঁকফোকর থেকে যাওয়ার সূত্রেই গত সোমবার ফের সেই ব্যস্ত, জনবহুল বেইলি রোডের এক রেস্টুরেন্টে ঘটে গেল আগুনের ঘটনা। ভাগ্য ভালো, ১৮ জন সেখানে আটকা পড়লেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বলা হচ্ছে, ৯৯ শতাংশ হোটেল-রেস্টুরেন্টেই অগ্নিনির্বাপণের জরুরি ব্যবস্থা নেই। বিপৎকালে দ্রুত বেরিয়ে আসার ব্যবস্থা নেই। এই দায়িত্বহীনতা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা না বোঝার ভান করেন। আর যারা এসব দেখভাল ও নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত, তারা নিয়মিত নগদ-নারায়ণে তুষ্ট হয়ে কূম্ভকর্ণ হয়ে থাকেন। ব্যবসায়ীদের ‘ম্যানেজ’ করা আর নিয়ন্ত্রকদের ‘কম্প্রোমাইজ’-এ ভেস্তে যায় ভোক্তার জীবনের নিরাপত্তা। তারা হাসিমুখে প্রিয়জন-পরিবার নিয়ে ভিন্ন পরিবেশে খাদ্য-বিনোদনে এসে প্রাণ, অঙ্গ বা স্বজন হারান। সারাজীবনের কান্না নিয়ে বেঁচে থাকেন অনেকে। এর অবসান হওয়া দরকার। ঘটনা-দুর্ঘটনার পর নয়, শুরু থেকেই যদি যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে হোটেল-রেস্তোরাঁর অনুমোদন দেওয়া হয়, নিয়মিত পরিদর্শন-তদারকি করা হয়, দুর্ঘটনা নিশ্চয়ই কমবে। এ ঝুঁকি শূন্যে নামানোর পদক্ষেপ নিক সংশ্লিষ্ট সব পক্ষ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
রেস্তোরাঁ যখন মৃত্যুকূপ
অগ্নিঝুঁকি শূন্যে নামাতে তৎপর হোন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর