রাজধানীর বেইলি রোডের এক রেস্টুরেন্টে গত বছরের ফেব্রুয়ারিতে ভয়াবহ আগুনে ৪৬ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছিল। তারপর যা হয়, একদিকে স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি, অন্যদিকে সংশ্লিষ্ট সব প্রশাসনের অতি তৎপরতা। তদন্ত কমিটি গঠন, নির্বিচার গ্রেপ্তার, হোটেল-রেস্টুরেন্টের অনিয়ম খুঁজতে ব্যাপক অভিযান। নিহতদের ময়নাতদন্ত, দাফন দ্রুত সম্পন্ন হলেও স্বজনদের চোখের পানি শুকায় না সারাজীবনেও। তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে না অধিকাংশ ক্ষেত্রেই। মাঝখানে গ্রেপ্তার ও অভিযানের নামে বিভিন্ন বাহিনী ও সংস্থার অসৎ কর্মচারীরা একটা যুৎসই বাণিজ্য বাগিয়ে নেন। এ কোনো নতুন অভিযোগ নয়। এজন্যই সমস্যার প্রকৃত সমাধানটা কখনো হয় না। রাজধানীর বহুতল ভবনে থাকা রেস্টুরেন্টগুলোতে অগ্নিদুর্ঘটনা যেন ব্যবসায়ী ও দায়িত্বশীল সংস্থাগুলোর কাছে ‘ডাল-ভাতে’ পরিণত হয়েছে। শুধু ঢাকা নয়, দেশের মোট হোটেল-রেস্টুরেন্টের ১৫/২০ শতাংশই অতি ঝুঁকিপূর্ণ। এগুলো দেখার যেন কেউ নেই। থাকলেও সেই ভূত তাড়ানোর শর্ষেতেই ভূতের আসর। অনিয়মের ফাঁকফোকর থেকে যাওয়ার সূত্রেই গত সোমবার ফের সেই ব্যস্ত, জনবহুল বেইলি রোডের এক রেস্টুরেন্টে ঘটে গেল আগুনের ঘটনা। ভাগ্য ভালো, ১৮ জন সেখানে আটকা পড়লেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বলা হচ্ছে, ৯৯ শতাংশ হোটেল-রেস্টুরেন্টেই অগ্নিনির্বাপণের জরুরি ব্যবস্থা নেই। বিপৎকালে দ্রুত বেরিয়ে আসার ব্যবস্থা নেই। এই দায়িত্বহীনতা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা না বোঝার ভান করেন। আর যারা এসব দেখভাল ও নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত, তারা নিয়মিত নগদ-নারায়ণে তুষ্ট হয়ে কূম্ভকর্ণ হয়ে থাকেন। ব্যবসায়ীদের ‘ম্যানেজ’ করা আর নিয়ন্ত্রকদের ‘কম্প্রোমাইজ’-এ ভেস্তে যায় ভোক্তার জীবনের নিরাপত্তা। তারা হাসিমুখে প্রিয়জন-পরিবার নিয়ে ভিন্ন পরিবেশে খাদ্য-বিনোদনে এসে প্রাণ, অঙ্গ বা স্বজন হারান। সারাজীবনের কান্না নিয়ে বেঁচে থাকেন অনেকে। এর অবসান হওয়া দরকার। ঘটনা-দুর্ঘটনার পর নয়, শুরু থেকেই যদি যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে হোটেল-রেস্তোরাঁর অনুমোদন দেওয়া হয়, নিয়মিত পরিদর্শন-তদারকি করা হয়, দুর্ঘটনা নিশ্চয়ই কমবে। এ ঝুঁকি শূন্যে নামানোর পদক্ষেপ নিক সংশ্লিষ্ট সব পক্ষ।
শিরোনাম
- স্ত্রীসহ রূপালী ব্যাংকের সাবেক এমডি মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- চাঁদপুরে ৫টি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
- গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগ ও পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার
- এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করল যুক্তরাজ্য
- শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি
- সেবার মান নিয়ে ক্ষোভ গ্রাহকদের, অভিযোগের মুখে ‘পাঠাও’
- গোপালগঞ্জে বিশেষ শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি নিয়ে সেমিনার
- যুক্তরাজ্যে সেই চীনা ক্রিপ্টোকুইনের ১১ বছর ৮ মাসের কারাদণ্ড
- নতুন পে স্কেল বাস্তবায়নের ফ্রেমওয়ার্ক তৈরি করবে সরকার: অর্থ উপদেষ্টা
- যুক্তরাষ্ট্রে গেলেন সোহেল তাজ
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার
- নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন
- ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি
- রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন
- মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ
- কেন ফ্রান্সের ওপর চটেছেন ট্রাম্প?
- দ্বাদশ সংসদের এমপিদের অখালাস ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
- গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
- শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার
রেস্তোরাঁ যখন মৃত্যুকূপ
অগ্নিঝুঁকি শূন্যে নামাতে তৎপর হোন
প্রিন্ট ভার্সন