বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৬১টি বৈদেশিক মিশন রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ৬১টি মিশনের মধ্যে ৪২টিই রপ্তানির টার্গেট পূরণে ব্যর্থ হয়েছে। রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ৪২টি মিশনের মধ্যে আবার ২১টি পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরের চেয়েও পিছিয়ে রয়েছে। যে ২০টি মিশনে কমার্শিয়াল উইং বা বাণিজ্যিক শাখা রয়েছে, তারাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ১৭টি কমার্শিয়াল উইং তাদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এমনকি ৮টি কমার্শিয়াল উইংয়ের রপ্তানি আয় আগের ২০২৩-২৪ অর্থবছরের চেয়েও কম হয়েছে। প্রশ্ন ওঠে, বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে মিশনগুলোতে কমার্শিয়াল উইং স্থাপন করে কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করা হচ্ছে কি কেবল লোকবল দিয়ে মিশন সাজানোর জন্য? রপ্তানি বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে প্রতি বছর ‘দুবাই এক্সপো’ আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়। কেবল দুবাই নয় বিশ্বের অনেক দেশে এ ধরনের এক্সপোর্ট ফেয়ারে বাংলাদেশ মিশনের তত্ত্বাবধানে স্টল করা হয়। ঢাকা থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উচ্চপদস্থ কর্মকর্তারা সেসব ফেয়ারে অংশ নেন। তাঁরা ফিরে এসে গালভরা গল্প শোনান। কিন্তু বাস্তবে রপ্তানি সম্প্রসারণের টার্গেট পূরণ হয় না। বাংলাদেশের রপ্তানি আয় যে দেশগুলোর ওপর নির্ভরশীল সেই ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে আমাদের মিশনগুলো টার্গেট অর্জন করতে পারছে না। মধ্যপ্রাচ্যেও একই অবস্থা। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনে বাণিজ্যভিত্তিক নানান প্রতিকূলতা সৃষ্টি হয়েছে। রপ্তানি-আমদানি উভয়ই কমে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে। এতে নতুন করে হুমকিতে পড়বে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। যুদ্ধবিগ্রহ বা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বিশ্ববাজারে যে রপ্তানি চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় আমাদের বৈদেশিক মিশনগুলোকে আরও সক্রিয় হতে হবে। দায়সারা রুটিনমাফিক উদ্যোগের পরিবর্তে নিতে হবে কার্যকর পদক্ষেপ। রপ্তানি আয়ের টার্গেট পূরণে ব্যর্থদের বিরুদ্ধে অজুহাত আমলে না নিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে ব্যর্থতার গল্প তৈরি হতেই থাকবে।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
- একটি গোষ্ঠী সু-কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে : দুদু
- অটোরিকশা চালককে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, গ্রেপ্তার ২
- বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
- তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য
- নাটোরে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে প্রাণ গেল বৃদ্ধের
- চবি এলাকায় ১৪৪ ধারা জারি
- শাবিতে রক্তদানে উৎসাহিত করতে ‘সঞ্চালন’-এর নতুন উদ্যোগ
- উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান
- কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু
- সম্পর্ক জোরদারে চীন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- ইংল্যান্ডে গাড়ির কাঁচ মুছে টাকা দাবি, ‘ভারতীয়’ শিক্ষার্থীর ভিডিও ভাইরাল
- মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ৬৮তম স্বাধীনতা দিবস
বৈদেশিক মিশন
আর নয় ব্যর্থতার গল্প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর