সময়োপযোগী কর্মমুখী শিক্ষা মেডিকেল টেকনোলজি
চিকিৎসাসেবার পেশা হতে পারে যে কোনো পেশার চেয়ে বেশি সম্মানজনক। এক্ষেত্রে সেবা ও সম্মানের বিবেচনায় ডাক্তারদের প্রাধান্য দেওয়া হলেও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শুধু ডাক্তার দ্বারা পরিচালিত হয় না। সেই সঙ্গে নার্সিং, প্যাথলজি, ফিজিওথেরাপি, রেডিওলজি, ল্যাবরেটরি, ফার্মেসি প্রভৃতি বিভাগে প্রয়োজন হয় বিশেষজ্ঞ কর্মীর। এসব কর্মীরাই মেডিকেল এসিস্টেন্ট ও মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে পরিচিত। মেডিকেল টেকনোলজিতে রয়েছে ডিপ্লোমা ও বিএসসি পর্যায়ে যথাক্রমে ৪ ও ৫ বছরের ডিগ্রি বিএসসি ইন ফিজিওথেরাপি, হেলথ টেকনোলজি ল্যাবরেটরি এবং হেল্থ টেকনোলজি ডেন্টাল কোর্স। এ ছাড়া রয়েছে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি, ডেন্টাল টেকনোলজি, ডিপ্লোমা ইন ফার্মেসি, রেডিওলজি। ডিপ্লোমা ও বিএসসি দুটোই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত। মেডিকেল টেকনোলজিতে পড়ার জন্য ঢাকার মিরপুর ৬ নম্বরের সাইক ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি হতে পারে অন্যতম প্রতিষ্ঠান। বিস্তারিত জানতে ০১৯৩৬-০০৫৮০৪ ডায়াল করতে পারেন। এসব কোর্স সম্পন্নকারীদের বড় বড় হাসপাতাল ও ক্লিনিকে চাকরির সুযোগ রয়েছে।
স্টামফোর্ডের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আইইবি'র সদস্যপদ লাভ
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এরসদস্যপদ লাভ করেছে। এ অর্জন স্টামফোর্ডের একাডেমিক উৎকর্ষতাকে আরও একধাপ সামনের দিকে ধাবিত করেছে। Board of Accreditation for Engineering and Technical Education (BAETE) - এর ব্যাপক মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এই কৃতিত্ব অর্জন করে।