রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

একাদশ শ্রেণির জীববিজ্ঞান-প্রথমপত্র

চতুর্থ অধ্যায় : অণুজীব

সুনির্মল চন্দ্র বসু : প্রভাষক

 

 

বহুনির্বাচনী প্রশ্ন

১. কোন উদ্ভিদ ভাইরাসে DNA থাকে?

ক. টোবাকো মোজাইক

খ. পটেটো X

গ. সুগারকেন মোজাইক

ঘ. ফুলকপি মোজাইক

২. নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে?

ক. ভ্যাকসিনিয়া                খ. ভ্যারিওলা

গ. হেপাটাইটিস-সি          ঘ. HIV

৩. নিচের কোনটি RNA ভাইরাস?

ক. HIV খ. T2 গ.  TIV  ঘ. ভ্যারিওলা

৪. ব্যাকটেরিওফাজ এক প্রকার-

ক. ব্যাকটেরিয়া                 খ. ছত্রাক

গ. ভাইরাস          গ. শৈবাল

৫. মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটি?

ক. কলেরা           খ. আমাশয়

গ. হেপাটাইটিস                ঘ. যক্ষা

৬. ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো-

i. এরা সুকেন্দ্রিক

ii. রাইবোসোম  705 মানের

iii. বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া দ্বি-বিভাজন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৭. কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়?

ক. পিলি                               খ. ফ্ল্যাজেলা

গ. ক্যাপসিড      ঘ. মেসোসোম

৮. Diplococcus Pneumoniae -এর আকৃতি কেমন?

ক. প্যাচানো       খ. কমাকার

গ. দন্ডাকার        ঘ. গোলাকার

৯. ব্যাকটেরিয়ার জনন সংক্রান্ত তথ্য হলো-

i. ব্যাকটেরিয়ার এন্ডোস্পোরকে রেস্টিং স্পোর বলে

ii. সূত্রাকার ব্যাকটেরিয়ার সচল কনিডিয়াকে গোনিডিয়া বলে

iii.এদের জাইগোটকে মেরোজাইগোট বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

উদ্দীপকটি দেখ এবং নিচের ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

 

১০. উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-

ক. কনজুগেশন                খ. ট্রান্সডাকশন

 

গ. ট্রান্সফরমেশন            ঘ. দ্বিবিভাজন

১১. উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবের সংখ্যা-

i. কমে যায়

ii. বেড়ে যায়

iii. অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                          খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :

 

১২. উদ্দীপকের জীবাণুটি কোন রোগের জন্য দায়ী?

ক. যক্ষ্মা                              খ. কলেরা

গ. টাইফয়েড     ঘ. নিউমোনিয়া

১৩. উদ্দীপকে প্রদর্শিত জীবাণুটির সংক্রমণ প্রতিরোধের উপায় হলো-

i. বিশুদ্ধ পানি পান

ii. উন্মুক্ত খাবার

iii. ভ্যাক্সিন গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৪. মশকীর লালাগ্রন্থিতে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা পাওয়া যায়?

ক. স্পোরোজয়েট            খ. ট্রফোজয়েট

গ. ক্রিপ্টোজয়েট             ঘ. মেরোজয়েট

১৫. ম্যালেরিয়া জীবাণুর বহুনিউক্লিয়াসযুক্ত অবস্থা কোনটি?

ক. সাইজন্ট        খ. স্পোরোজয়েট

গ. ট্রফোজয়েন্ট                ঘ. উত্তসিস্ট

নিচের ডায়াগ্রামটি লক্ষ্য কর এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :

 

১৬. উদ্দীপকে ‘চ’ ধাপটির নাম কী?

ক. সিগনেট রিং                 খ. ট্রফোজয়েট

গ. সাইজন্ট         খ. উত্তকিনেট

১৭. উদ্দীপকের প্রক্রিয়াটি বেশি মাত্রায় সংঘটিত হলে-

i. পাইরোজেন ক্ষরিত হবে

ii.  RBC বৃদ্ধি পাবে

iii. যকৃত কোষ মারা যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

১৮. অ চিহ্নিত অংশের নাম কী?

ক. ক্রিপ্টোজয়েট             খ. সাইজন্ট

গ. ক্রিপ্টোমেরোজয়েট ঘ. মেরোজয়েট

১৯. উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলে-

i. গ্যামেটোফাইট উৎপন্ন হয়

ii. পাইরোজেন এর ক্ষরণ ঘটে

iii. রক্তশূণ্যতা দেখা দেয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২০. Plasmodium Vivax এর গ্যামিটোগনি কোথায় সম্পন্ন হয়?

ক. মানুষের যকৃতে

খ. মানুষের লোহিত কণিকায়

গ. মশকীর ক্রপে

ঘ. মশকীর লালাগ্রন্থিতে

২১. নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা?

ক. স্পেরোজয়েট              খ. উকিনেট

গ. জাইগোট       ঘ. ক্রিপ্টোজয়েড

২২. ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের প্রথম কোন ধাপে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ জমা হয়?

ক. ট্রফোজয়েট দশা খ. সিগনেট রিং দশা

খ. সাইজন্ট দশা     ঘ. রোজেট দশা

২৩. এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?

ক. যকৃতে                            খ. লোহিত কণিকায়

গ. লালারসে       ঘ. মশকীর ক্রপে

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :

শাওন শীতের ছুটিতে তার মায়ের সাথে রাঙামাটিতে বেড়াতে যায়। ফিরে এসে জ্বরে আক্রান্ত হয়। নির্দিষ্ট সময় পর পর গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে।

২৪. উদ্দীপকের রোগটির নামকরণ কোন ভাষায় করা হয়েছে?

ক. ইতালিয়ান খ. গ্রিক গ. স্প্যানিশ ঘ. ল্যাটিন

২৫. শাওনকে আক্রমণকারী জীবাণু-

i. প্রথমে যকৃতকে আক্রমণ করে

ii. সব সময় ডিপ্লয়েড অবস্থায় থাকে

iii. লোহিত কণিকা ধ্বংস করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১. ঘ. ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. খ

সর্বশেষ খবর