দিনাজপুরের ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে 'জুলাই-২৪' শিরোনামে কুইজ প্রতিযোগিতা এবং ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
দৈনিক কালের কণ্ঠের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে শুভসংঘের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সোহেল রানার পরিচালনা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক আবু মুসা সাহ্, শিক্ষক বিশ্বজিৎ কুমার সাহা, আলাউদ্দিন ও আল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘের সহ-সভাপতি অপু আহম্মেদ সনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন ও ওমর ফারুক, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম (সাদিক), সদস্য সাজ্জাদ হোসেন, মেহেদুল ইসলাম ও হাসানুর রহমান।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী লারজু আকতার, দ্বিতীয় স্থান বিজয়ী বিথী আকতার এবং তৃতীয় স্থান অর্জন করে অরার্ধা সাহা। বিজয়ীদের পাশাপাশি আরও ৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান মোল্লা বলেন, 'শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় বসুন্ধরা শুভসংঘ ও এর পরিচালকদের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করছি ভবিষ্যতেও তারা শিক্ষার্থীদের সহযোগিতা করে যাবে।'
শুভসংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বসুন্ধরা শুভসংঘ দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করছে। এর আগেও ফুলবাড়ীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে নানা রকম সহায়তা করেছে সংগঠনটি।
বিডি প্রতিদিন/মুসা