অভিনেত্রী দিতি এখন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছেন। আশঙ্কাজনক অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার সুস্থতা কামনায় গতকাল এফডিসিতে দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়। এতে পরিচালক-প্রযোজকসহ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রায় সবাই উপস্থিত থাকলেও চলচ্চিত্র শিল্পী সমিতির উল্লেখ করার মতো সদস্য এবং জ্যাকি আলমগীর ছাড়া অন্য কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলে জানান পরিচালক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা। তিনি বলেন, দিতি একজন শিল্পী। তাই শিল্পী সমিতিরই উচিত ছিল এই দোয়া মাহফিলের আয়োজন করা। তারা তো তা করেইনি এবং অনুষ্ঠানেও যোগ দেয়নি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিল্পীরা প্রায় সবাই শুটিংয়ে অংশ নিতে ঢাকার বাইরে রয়েছেন। তাই সবার পক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি। সমিতির পক্ষ থেকে দিতির চিকিত্সার জন্য শিগগিরই আর্থিক অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।