বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘বাংলাদেশের ছেলে’ আসিফ

শোবিজ প্রতিবেদক

‘বাংলাদেশের ছেলে’ আসিফ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসিফ গাইলেন দেশের এক নতুন গান। গানের শিরোনাম ‘বাংলাদেশের ছেলে’। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। তরুণ মুন্সীর কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। ২০ ফেব্রুয়ারি ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। গানটি প্রসঙ্গে আসিফ বলেন, এর আগেও আমি দেশের গান করেছি, তবে এবার দেশের গানটি নিয়ে আমি খুব উত্তেজিত। কেননা, এবারের গানটি উৎসর্গ করছি দেশের সব মুক্তিযোদ্ধা এবং ভাষা শহীদদের। মুক্তিযোদ্ধাদের কারণেই আমরা একটা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আর ভাষা শহীদদের জন্য পেয়েছি মাতৃভাষা। যে ভাষায় কথা বলি, গান গাই। আশা করছি, আসিফিয়ানসহ সব শ্রোতার গানটি ভালো লাগবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, ইউটিউবের পাশাপাশি গানটি শোনা যাচ্ছে তাদের ওয়েবসাইট, জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর