প্রয়াত জনপ্রিয় রকস্টার আইয়ুব বাচ্চু স্মরণে কনসার্ট অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। ২৪ নভেম্বর কলকাতার পাটুলি মাঠে আয়োজিত হবে এই কনসার্ট। অনুষ্ঠানের আয়োজনে ‘কাফে কবিরা’। দুই বাংলার শিল্পীরা এই কনসার্টে আসবেন বলে জানা গেছে। ‘শহর’, ‘ভূমি’, ‘চন্দ্রবিন্দু’, ‘লক্ষ্মীছাড়া’, ‘মহিনের ঘোড়াগুলি’, ‘ক্যাকটাস’ ব্যান্ড থেকে শিল্পীরা উপস্থিত থাকবেন। শোনা যাচ্ছে পারফর্ম করতে পারেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌমিত্র, অভিজিৎ, উপল, শিলাজিৎ, গৌরব, প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা), বাপি, দেব চৌধুরী, সিধুর মতো জনপ্রিয় শিল্পীরা। থাকবেন বাংলাদেশের বিখ্যাত মাকসুদ হক (মাকসুদ ও ঢাকা), সিনা হাসান (বাংলা ফাইভ), জর্জ লিঙ্কন ডি কোস্টা (আর্টসেল) ও মেহরীন। আইয়ুব বাচ্চুর প্রথম গিটার শিক্ষক জেকাব ডায়াস, সুব্রত বড়ুয়া রনি ও ইমরান হোসেনও থাকবেন কনসার্টে। বাংলাদেশি ব্যান্ড ‘লাভ রানস ব্লাইন্ড’-এর প্রতিষ্ঠাতা ছিলেন আইয়ুব বাচ্চু। গান লেখার পাশাপাশি লিড সিঙ্গার ও গিটারিস্ট ছিলেন তিনি। বাংলাদেশে ‘রক মিউজিক’-এর জনপ্রিয়তা বাড়িয়ে তোলায় তার অবদান অপরিসীম। শুধু গায়ক হিসেবে নন, বাংলাদেশের সেরা গিটারিস্টদের মধ্যে একজন ছিলেন তিনি। ‘কষ্ট পেতে ভালোবাসি’ গানটির মাধ্যমেই সংগীত অনুরাগীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেন তিনি। ‘লাভ রানস ব্লাইন্ড’ তৈরির আগে তিনি ‘সোলস’ ও ‘ফিলিংস’ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। প্রসঙ্গত, ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। তিনি বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। সংগীত জগতে তার যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত। ডাকনাম ছিল রবিন। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিক্যাল সংগীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। গত ১৮ অক্টোবর সকালে নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আইয়ুব বাচ্চু। অজ্ঞান অবস্থায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিরোনাম
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
আইয়ুব বাচ্চু স্মরণে ‘দুই বাংলার রকবাজি’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর