Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ২ ডিসেম্বর, ২০১৮ ২৩:৩৭

তারিক ও স্পর্শিয়ার ‘আবার বসন্ত’

শোবিজ প্রতিবেদক

তারিক ও স্পর্শিয়ার ‘আবার বসন্ত’

বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান এবং চলতি প্রজন্মের অভিনেত্রী স্পর্শিয়াকে নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘আবার বসন্ত’।  ছবিটি নির্মাণ করছেন অনন্য মামুন। নির্মাতা জানান, গতকাল থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে টানা ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর ছবিটি শুটিংয়ের আগেই মুক্তির দিনক্ষণও চূড়ান্ত করে রেখেছেন তিনি। নিশ্চিত করেছেন, ‘আবার বসন্ত’ মুক্তি পাচ্ছে ৮ ফেব্রুয়ারি। তিনি আরও জানান, ‘এটা আমার ক্যারিয়ারের ১০ নম্বর ছবি। সত্যি বলতে এই পর্যায়ে এসে আমার মনে হলো, ভালো ছবি নির্মাণের জন্য আসলে স্টার লাগে না, গল্পটাই আসল।’


আপনার মন্তব্য