সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দুই ভাইয়ের মধ্যমণি বোনটিরও বিদায়

শোবিজ প্রতিবেদক

দুই ভাইয়ের মধ্যমণি বোনটিরও বিদায়

মায়ের অনুপ্রেরণায় গানের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ, আনোয়ার পারভেজ ও চিত্রনায়ক জাফর ইকবাল। বড় ভাই আনোয়ার পারভেজ ছিলেন সুরকার, জাফর ইকবাল অভিনয়ের পাশাপাশি গানও করতেন। তিনজনই স্ব স্ব ক্ষেত্রে খ্যাতি ছড়িয়ে গেছেন। আনোয়ার পারভেজ চলে গেছেন ২০০৬ সালে। নায়ক জাফর ইকবালের অকাল মৃত্যু হয়েছে তারও আগে ১৯৯২ সালে। দুই ভাইয়ের মধ্যমণি বোনটিও বিদায় নিলেন।

শাহনাজ রহমতুল্লাহর বড় ভাই আনোয়ার পারভেজ বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন সুরকার, সংগীত পরিচালক, সংগীতজ্ঞ ও শব্দসৈনিক। বিবিসির জরিপে যে ২০টি বাংলা গান সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে তার মধ্যে আনোয়ার পারভেজের সুরকৃত গান তিনটি। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০০৭ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে। জাফর ইকবাল ছিলেন অভিনেতা ও সংগীতশিল্পী। তিনি চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত। তিনি আশির দশকে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। শহুরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তার স্বাচ্ছন্দ্য বিচরণ। অভিনয়ের পাশাপাশি চমৎকার গান গাইতে পারা এ অভিনেতা বেশকিছু ছবিতে গায়ক চরিত্রে অভিনয় করেছেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন।

 

সর্বশেষ খবর