রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

মোরগ লড়াই নিয়ে ‘দোস্ত দুশমন’

শোবিজ প্রতিবেদক

মোরগ লড়াই নিয়ে ‘দোস্ত দুশমন’

প্রেম, পারিবারিক গল্প, কমেডি গতানুগতিক এসব গল্পের বাইরে দেশের ঐতিহ্যবাহী মোরগ লড়াই নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ টেলিফিল্ম ‘দোস্ত দুশমন’। এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী। নির্মাতা জানান, এ গল্প নিয়ে কাজ করতে তার স্টাডি করতে হয়েছে। তার দাবি, তিনিই প্রথম মোরগ লড়াইয়ের ঐতিহ্যকে টিভির পর্দায় তুলে আনছেন।  টেলিফিল্মটির মূল গল্প নির্মাতা সহিদ উন নবীর। যৌথভাবে চিত্রনাট্য করেছেন শিহাব মাছুম ও নবী নিজেই। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, মিশু সাব্বির, প্রভা, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, মিলন ভট্ট। জানা যায়, আসন্ন ঈদে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় ‘দোস্ত দুশমন’ প্রচার হবে। নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘দুই বছর আগে এ গল্পটি মাথায় আসে। এরপর বিভিন্নভাবে মোরগ লড়াইয়ের তথ্য সংগ্রহ করে চিত্রনাট্য সাজাই।’ এ প্রসঙ্গে সজল বলেন, ‘অনেক দিন পর একটি ভালো নাটকে অভিনয় করলাম। আশা করি ভালো লাগবে।’

 

সর্বশেষ খবর