বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

পপসম্রাটের মৃত্যুর ১০ বছর

শোবিজ প্রতিবেদক

মাইকেল জোসেফ জ্যাকসন। একাধারে তুখোড় গায়ক, অভিনেতা, ড্যান্সার অন্যদিকে গীতিকার, রেকর্ড প্রযোজকসহ বহু প্রতিভায় ভাস্বর ছিলেন এই তারকা। গানের পাশাপাশি নাচের পারফরম্যান্স সমানভাবে বিশ্বের অগণিত ভক্তকে মুগ্ধ করেছে চৌম্বকীয় আবেশের মতো। গতকাল ছিল কিংবদন্তি এই পপসম্রাটের দশম প্রয়াণ দিবস। মারা গেছেন ১০ বছর হয়ে গেল। ১৯৫৮ সালের ২৯ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের গ্যারে শহরে জন্ম ‘কিং অব পপ’র। আফ্রো-আমেরিকান এক দরিদ্র পরিবারে জন্ম তার। দশ ভাই-বোনের মধ্যে তিনি অষ্টম। ব্যক্তিগত জীবনে তিনি নানা কেলেঙ্কারিতে জড়ালেও প্রায় ৪০ বছর ধরে সারা বিশ্বে বিখ্যাত হয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের কোমায় চিকিৎসারত অবস্থায় এই তারকা না ফেরার দেশে পাড়ি জমান।

সর্বশেষ খবর