এফ এ সুমনের সুর ও সংগীতে নতুন একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী শফিক মাহমুদ। গানটির শিরোনাম ‘বান্ধি নাইরে ঘর’। গানটির কথা লিখেছেন আলভী রহমান তপু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি প্রসঙ্গে শফিক মাহমুদ জানালেন- ‘এফ এ সুমন ভাইয়ের সুর ও সংগীতে কণ্ঠ দিতে পেরেছি এটি আমার সংগীত ক্যারিয়ারে বড় একটি প্রাপ্তি। অনেক সময় নিয়ে আমরা সবাই কাজটি করেছি। আশা করছি গান-ভিডিওটি সবার ভালো লাগবে। এফ এ সুমন বলেন- ‘শফিক মাহমুদের কণ্ঠে আলাদা দরদ আছে, ওর গায়কি ঢং ভালো। গানের সঙ্গে থাকলে ও অনেকদূর যাবে। ওর জন্য শুভকামনা থাকল।