শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রশিক্ষক মোস্তফা সরয়ার ফারুকী

শোবিজ প্রতিবেদক

প্রশিক্ষক মোস্তফা সরয়ার ফারুকী

দক্ষিণ কোরিয়ার বুসানে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়ান ফিল্ম একাডেমির  যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে ওয়ার্কশপ ও পিচিং কম্পিটিশন। যেখানে মেন্টর হিসেবে যোগদান করেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আরও উপস্থিত ছিলেন এবারের বুসান ফিল্ম  ফেস্টিভ্যালের জুরি প্রধান, অস্কার এবং গোল্ডেন  গ্লোব আওয়ার্ডসে নমিনেশন পাওয়া ব্রিটিশ ফিল্মমেকার মাইক ফিগিস, যিনি দুনিয়াজুড়ে পরিচিত ‘লিভিং লাস ভেগাস’ চলচ্চিত্রের জন্য।  ওয়ার্কশপের প্রথমদিন ছিল চলচ্চিত্র নির্মাণ এবং এর বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মেন্টরদের বক্তৃতা। দ্বিতীয় দিন হচ্ছে পিচিং, যেখান থেকে একজন বিজয়ীকে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণের জন্য পাঠাবে হলিউডে। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ব্রিজ টু হলিউড’। এই ওয়ার্কশপ ও পিচিং কম্পিটিশনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন এবারের এশিয়ান ফিল্ম একাডেমি দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২৪ জন ফেলো।

সর্বশেষ খবর