শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শাকিব খানের আক্ষেপ

শোবিজ প্রতিবেদক

শাকিব খানের আক্ষেপ

ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খানের কথায় দীর্ঘ প্রায় ৮ বছর পর প্রযোজক সমিতির নির্বাচন হলো। সবার প্রত্যাশা ছিল চলচ্চিত্রের এই মাদার অর্গানাইজেশনের মাধ্যমে এবার চলচ্চিত্রের খরা কাটবে? নির্বাচিতরা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতিও দিয়েছিলেন। অথচ নির্বাচনের পর অনেক সময় পার হয়ে গেলেও বাস্তবে কিছুই হচ্ছে না। এতে আবার চলচ্চিত্রের মানুষ হতাশ হয়ে পড়েছে। চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান এবং চলচ্চিত্রের নির্মাণ সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। এতে পুরো শিল্পটিই বেকার হয়ে পড়েছে। সম্প্রতি প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতি এক হয়েছে। সমিতিগুলোর কথায় চলচ্চিত্রের উন্নয়নের জন্যই এ ঐক্য।  এ বিষয়ে শাকিব বলেন, জানি না আসলে কী হচ্ছে। আমার আক্ষেপ হলো প্রযোজক সমিতির নির্বাচিত কর্মকর্তারা কেন ছবি নির্মাণ করেন না? নির্বাচিত ২১ কর্মকর্তা বছরে একটি করে ছবি নির্মাণ করলেও ২১ ছবি পাওয়া যেত। চলচ্চিত্রের খরা কাটানোর জন্য এটিও যথেষ্ট হতো। তিনি বলেন, প্রদর্শক সমিতির অনেক নেতার সিনেমা হল নেই, আবার অনেকের সিনেমা হল আছে তো তাতে নিজস্ব প্রজেক্টর নেই। শাকিবের কথায় ব্যবসা করতে গেলে নিজের দোকান আগে স্বয়ংসম্পূর্ণভাবে সাজাতে হবে। না হলে লাভ দূরে থাক পুঁজিই ফেরত পাওয়া যাবে না। আজ কলকাতা যাওয়ার কথা রয়েছে শাকিবের। সেখানকার এসকে মুভিজসহ বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার ছবিতে কাজের প্রস্তাব রয়েছে তার হাতে। সবকিছু ঠিক থাকলে কাজ শুরু করবেন বলে জানান শাকিব খান।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর