বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাবা ও ছেলের প্রেম-শ্রদ্ধা নিয়ে স্বল্পদৈর্ঘ্য

শোবিজ প্রতিবেদক

কিছুদিন আগে প্রধানমন্ত্রীর হাত থেকে অভিনয়ে একুশে পদক গ্রহণ করলেন এস এম মহসীন। তার পরের দিনই গাজীপুরে স্বপ্নের ঠিকানা শুটিং স্পটে অংশ নিয়েছেন ‘কেমন আছ বাংলাদেশ’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বাবা ও ছেলের প্রেম-শ্রদ্ধা ফুটে উঠবে এই স্বল্পদৈর্ঘ্য।ন্ডে এতে বাবার চরিত্রে এস এম মহসীন আর ছেলের চরিত্রে আফফান মিতুল অভিনয় করছেন। অভিনয় প্রসঙ্গে মিতুল বলেন, ‘আমার সৌভাগ্য যে, আমি একুশে পদকপ্রাপ্ত মহসীন স্যারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। তাও আবার তার ছেলের চরিত্রে। শুটিং হয়েছে প্রত্যন্ত গ্রামে। সবাই অনেক কষ্ট ও যত্নসহকারে কাজ করেছেন। আশা করছি, ভালো একটি কাজ হয়েছে।’ দুই দিন ধরে হয়েছে এটির শুটিং। রচনা ও পরিচালনায় আল আমিন এইচ রুবেল। এতে দেশপ্রেমের একটি মৌলিক গান রয়েছে। গানটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান ‘মা’খ্যাত গায়ক রাশেদ। বঙ্গবন্ধুর শতবর্ষে এটি মুক্তি পাবে।

 

সর্বশেষ খবর