শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফারজানা ছবির ‘শেফালী পাগলী’

শোবিজ প্রতিবেদক

ফারজানা ছবির ‘শেফালী পাগলী’

দয়ারামপুরের আটি গ্রাম, বাজারের কাছে স্কুলমাঠের পাশে শতবর্ষী বটগাছ। তারই ছায়ায় একটি ছেঁড়া কাঁথা আর একটি মাটির হাঁড়ি নিয়ে মানসিক ভারসাম্যহীন শেফালীর সংসার। বয়স হবে আনুমানিক পঁচিশ কি ছাব্বিশ। সবাই  তাকে ‘শেফালী পাগলী’ বলেই জানে। চারপাশের অগণিত পুরুষ, নানা বাহানায় শেফালীকে ব্যবহার করে। গর্ভবতী হয় শেফালী। মা হওয়ার না বোঝা অনুভূতিতেই অদ্ভুত এক স্বপ্নে বিভোর হয়ে ওঠে সে। জন্ম হয় শিশুটির। শিশুটিকে কোনোভাবেই বেঁচে থাকতে দেওয়া যাবে না। এক রাতে তোরাপ মেম্বার নিজেও শামিল হয় সেই হত্যা চেষ্টায়। এমন একটি গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘একটি শিশু এবং অগণিত  পিতা’। নাটকটি রচনা করেছেন সুহাশিষ সিনহা ও পরিচালনা করেছেন আলমগীর সাগর এবং আতিকুর রহমান অপু। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। এ ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সুহাশিষ সিনহা, চাঁদনি, শিশুশিল্পী আয়াতসহ দয়ারামপুর গ্রামবাসী। ফারজানা ছবি বললেন, আমি মূলত আমার অভিনীত চরিত্রগুলোর মধ্য দিয়েই জীবনকে দেখতে শিখেছি। চরিত্র বদলের সঙ্গে সঙ্গে মানুষ বদলের খেলায় মেতেছি, অজস্র দেখা-অদেখা জীবনের মাঝে নিজেকে  আবিষ্কারের চেষ্টা করেছি। আমার অভিনীত যে কয়টি চরিত্র অভিনয়শিল্পী ছবিকে সমৃদ্ধ করেছে, ‘শেফালী’ তার মাঝে অন্যতম। গত তিন দিন গহিন গ্রামের সেই বটতলায় শেফালী পাগলীর যে জীবনে আমি অবস্থান করেছি,... শুটিং শেষ করে ফিরে এসেও যেন সেই জীবন  ও সেই শিশুপুত্রের মায়া থেকে আমি এখনো বেরুতে পারিনি।

 

সর্বশেষ খবর