বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সেলিমের ভাড়াটে খুনি বাবু

শোবিজ প্রতিবেদক

সেলিমের ভাড়াটে খুনি বাবু

জরাজীর্ণ দুটি ট্রেনের বগির মধ্যখানে সলেমান একটি লোককে হত্যা করে দিব্যি হেঁটে যেতে থাকে। হত্যার আগে বেশি খয়ের দিয়ে ভিকটিমকে পান খাওয়ায় সলেমান। পরে পানের পিক ফেলতে বলে। যদি পানের পিক লাল পড়ে, তাকেই হত্যা করে। আসলে মেয়ের চিকিৎসার খরচ জোগাতে তাকে এই হত্যাগুলো করতে হয়। কিন্তু প্রশ্ন রয়েই যায়, তাহলে সলেমানকে দিয়ে যে হত্যা করায়, সে কে? এমন রহস্যময়-থ্রিলার ও জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘খয়ের পান।’ সজল আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মনজুরুল হক মনজু। সেলিম বলেন, ‘গল্পটি একটু অন্য ধরনের। সবার ভালো লাগবে।’ বাবু বলেন, ‘অসহায় একজন পিতার চরিত্রে অভিনয় করেছি। যাকে পেশাদার খুনি হতে হয় মেয়ের চিকিৎসার খরচ জোগাতে।’ এই নাটকে সলেমান চরিত্রে ফজলুর রহমার বাবু এবং সালাম হাজরার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। আরও রয়েছেন শেলী আহসান, খাইরুল আলম টিপু, মেহজাবিন মায়া, জাফরিন জেরিন প্রমুখ।

সর্বশেষ খবর