বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
গঙ্গা-যমুনা নাট্যোৎসব

বাতিঘরের ‘র‌্যাডক্লিফ লাইন’

শোবিজ প্রতিবেদক

বাতিঘরের ‘র‌্যাডক্লিফ লাইন’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১২ দিনব্যাপী শুরু হয়েছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২১’। এবারের উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ৩৬টি নাট্যদলের ৩৬টি মঞ্চনাটক প্রদর্শনী হচ্ছে। এই উৎসবে সবাই মুখিয়ে রয়েছেন তারুণ্যদীপ্ত ও সম্ভাবনাময় নাটকের দল ‘বাতিঘর’-এর নাটক দেখার জন্য। সেই পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে বাতিঘর মঞ্চস্থ করবে দর্শকনন্দিত ‘র‌্যাডক্লিফ লাইন’। রচনা ও নির্দেশনায় মুক্তনীল। এটি ২২তম প্রদর্শনী। অভিনয়ে খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার। আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ, মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি ও তাজিম আহমেদ শাওন। সংগীতে রয়েছেন জনি সেন রুবেল ও সাদ্দাম রহমান।

সর্বশেষ খবর