শুটিংয়ে ফিরতে হবে শাহরুখ খানকে। কিন্তু ছেলের সঙ্গে যা হলো, তাতে তাঁকে একা রেখে কোথাও যেতে নিরাপদ বোধ করছেন না তিনি। এখন তাঁর একটাই চিন্তা, আরিয়ানের নিরাপত্তা। গতকাল ছিল আরিয়ানের জন্মদিন। শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতে থাকবে ছোটখাটো ঘরোয়া আয়োজন। এ সময় যাতে আরিয়ানের নিরাপত্তার কোনো ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন এই বলিউড তারকা।