বেশ লম্বা সময়ের বিরতি পেরিয়ে জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ ফিরেছেন অভিনয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিটিভির বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। রবীন্দ্রনাথের ‘সম্পত্তি সমর্পণ’ গল্প অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। এদিকে দীর্ঘ ১৬ বছর তৌকির আহমেদের সঙ্গে অভিনয় করেছেন ফারজানা ছবি।
তিনি বলেন, ‘১৬ বছর আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য নির্মিত একটি নাটকে তৌকীর ভাইয়ের সঙ্গে কাজ করেছিলাম। এবার করলাম রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বিটিভির নাটকে। নাটকটি পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় অভিনেতা ও পরিচালক আবুল হায়াত।
আশা করছি, কাজটি দর্শকের পছন্দ হবে।’ তিনি আরও বলেন, ‘গল্পটি আমার অনেক আগে থেকেই ভীষণ পছন্দের। তৌকীর ভাই তো এখন দেশে থাকেন না পুরোটা সময়, আমেরিকা থেকে ফিরে এ কাজটিই উনি করেছেন। আবুল হায়াতের নির্দেশনা, সব মিলিয়ে আর না করতে পারিনি।’