চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান।
এর আগে গত সোমবার জায়েদ খানের করা রিটের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। এবার হাই কোর্টের সেই আদেশের বিপক্ষে আপিল করলেন এরই মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়া চিত্রনায়িকা নিপুণ।