নীল সমুদ্রে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শবনম বুবলীর ক্ষেত্রেও হয়েছে তাই। এমনিতে অবসর সময় খুব একটা মেলে না। তবে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার শুটিংয়ে সেই সুযোগ মিলে যায় তাঁর। সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপের বিভিন্ন লোকেশনে ছবিটির গানের দৃশ্য ধারণ হয়। সেই সময় সমুদ্রকে কাছে পেয়ে যেন মুগ্ধতায় ছিলেন বুবলী। তিনি অপলক চেয়ে ছিলেন নীল সমুদ্রে। সিনেমাটিতে তিনি জুটি বেঁধেছেন অভিনয়শিল্পী মাহফুজ আহমেদের সঙ্গে। ছবিতে ‘মেঘের নৌকা’ শিরোনামের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। আর ইমন চৌধুরীর সুর ও সংগীতে ‘আমায় ছুঁবি আয়রে আয়’ গানটি গেয়েছেন কণা। ছবির সবকটি গানের কথা লিখেছেন আসিফ ইকবাল।