বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নতুন বছরে হলিউডপাড়া

নতুন বছরে হলিউডপাড়া

নতুন বছরে হলিউডে বেশ কিছু সিনেমা মুক্তি পাবে। যেগুলোর ট্রেইলার এর মধ্যেই প্রকাশ পেয়েছে বিভিন্ন অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সেগুলো বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেসব নিয়ে প্রতিবেদনে- পান্থ আফজাল

 

টিল

১৪ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর ‘এমেট টিল’ হত্যাকাণ্ড ধরে এগিয়েছে গল্পটি। অভিনয় করেছেন ড্যানিয়েল ডেডউইলার। টিল সিনেমাটি হলে আসছে ৬ জানুয়ারি।

 

এমপায়ার অব লাইট

এক উপকূলীয় শহরের আন্তঃজাতিগত প্রেমের গল্প নিয়ে নির্মিত। স্যাম মেন্ডেস রচিত ও পরিচালিত এই সিনেমায় আছেন অলিভিয়া কোলম্যান। মুক্তি পাবে ৯ জানুয়ারি।

 

টার

বিখ্যাত শিল্পী লিডিয়া টারের ভূমিকায় রয়েছেন কেইট ব্ল্যানচেট। ১৩ জানুয়ারি মুক্তি।

 

হলি স্পাইডার

সিরিয়াল কিলার সাইদ হানাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জার আমির-ইবরাহিমি। ২০ জানুয়ারি হলি মুক্তি।

 

দ্য ফেবেলম্যানস

এটির নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। ২৩ জানুয়ারি মুক্তি।

 

দ্য হোয়েল

এটিতে অভিনয়ে ব্রেন্ডন ফ্রেজার। ৩ ফেব্রুয়ারি মুক্তি।

 

ম্যাজিক মাইকস লাস্ট ড্যান্স

অভিনয় করছেন চ্যানিং টাটুম। রয়েছেন সালমা হায়েক। ১০ ফেব্রুয়ারি ‘ম্যাজিক মাইক’স লাস্ট ড্যান্স’ মুক্তি পাবে।

 

অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টাম্যানিয়া

১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। পরিচালনায় পেয়টন রিড। অভিনয়ে পল রাড, ইভাঞ্জেলিন লিলি, মাইকেল ডগলাস, মিশেল ফাইফার, ক্যাথরিন নিউটন, জনাথন মেজরস।

 

শাজাম : ফিউরি অব গডস

শাজামের চরিত্রে অভিনয় করেছেন জ্যাচারি লেভি। এটি মুক্তি পাবে ১৭ মার্চ।

 

লুথার

এটিতে জন লুথারের ভূমিকায় ইদ্রিস এলবা এবং অ্যালিস মরগান চরিত্রে রুথ উইলসন অভিনয় করেছেন। মার্চ মাসে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

 

নেক্সট গোল উইন

নির্মাতা তাইকা ওয়াইতিতি পরিচালিত। এতে মাইকেল ফাসবেন্ডার অভিনয় করেছেন। ২১ এপ্রিলে মুক্তি।

 

গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি : ভলিউম থ্রি

৫ মে বিশ্বব্যাপী মুক্তি দিতে যাচ্ছে। অভিনয়ে দেখা যাবে ক্রিস প্রাট, জোই সালড্যানা, উইল পাউল্টার, শন গানকে।

 

ফাস্ট এক্স

রয়েছেন ভেন ডিজেল, জেসন স্ট্যাথাম ও মিশেল রদ্রিগেজ, থাকছেন না ডোয়াইন জনসন। ১৯ মে মুক্তি।

 

কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন

মার্টিন স্করসেসের পরিচালনায় লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরো পর্দায় একত্রে অভিনয় করবেন। মে মাসে মুক্তি পাবে, তবে তারিখ জানা যায়নি।

 

স্পাইডার-ম্যান : এক্রস দ্য স্পাইডার-ভার্স

এটিতে শামেইক মুরকে এবরও মাইলসের কণ্ঠ দিয়েছেন। তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন হেইলি স্টেইনফেল্ড, ইসা রে এবং ড্যানিয়েল কালুইয়া। ২ জুন মুক্তি পাবে সিনেমাটি।

 

ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি

সিনেমায় হ্যারিসন ফোর্ড ইন্ডি চরিত্রে টবি জোন্সের পাশাপাশি আন্তোনিও ব্যান্ডেরাস এবং ফোবি ওয়ালার-ব্রিজসহ রয়েছেন জন রিস-ডেভিস। ৩০ জুন মুক্তি।

 

মিশন : ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান

ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির সপ্তম পর্ব। সিনেমায় ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ। ১৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

 

বারবি

বারবি ও কেইন হিসেবে রোবি এবং রায়ান গসলিং কয়েক দশক ধরে রাজত্ব করছেন হলিউডে। ২১ জুলাই ইউনাইটেড কিংডমে মুক্তি পাবে সিনেমাটি।

 

ওপেনহাইমার

ক্রিস্টোফার নোলানের সিনেমায় ওপেনহাইমার চরিত্রে অভিনয় করেছেন সিলিয়ান মারফি। রয়েছেন এমিলি ব্লান্ট। ২১ জুলাই ইউএসএ-তে সিনেমাটি মুক্তি পাবে।

 

দ্য মার্ভেলস

দ্বিতীয় পর্ব বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে এ বছরের ২৮ জুলাই। যেখানে ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে অভিনয় করবেন ব্রি লারসন। পরিচালনা করেছেন নিয়া ডাকোস্টা।

 

ডিউন : পার্ট দুই

অভিনয়ে টিমোথি চালামেট, জেন্ডায়া, ফ্লোরেন্স পুগ। ৩ নভেম্বর মুক্তি পাবে।

 

চিকেন রান : ডন অব দ্য নাগেট

টুইডিস ফার্ম থেকে মুরগির পালিয়ে যাওয়ার পরের গল্পে নির্মিত সিনেমাটি নভেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পাবে।

 

দ্য হাঙ্গার গেমস : দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস

সিনেমায় টম ব্লিথকে তরুণ স্নোর ভূমিকায় দেখা যাবে। সহঅভিনেতা হিসেবে রাচেল জেগলার এবং হান্টার শ্যাফার অভিনয় করেছেন। এটি ১৭ নভেম্বর মুক্তি পাবে।

 

ওয়ানকা

অভিনয়ে রয়েছেন টিমোথি চালামেট, রোয়ান এটকিনসন, স্যালি হকিন্স, অলিভিয়া কোলম্যান, জিম কার্টার ও ম্যাট লুকাস। ১৫ ডিসেম্বর মুক্তি পাবে।

 

আরও যেসব মুক্তিতে...

বছর শেষে নেটফ্লিক্সে ব্র্যাডলি কুপারের ‘মায়েস্ট্রো’ ও অ্যাপল টিভি প্লাসে রিডলে স্কোটের ‘নেপোলিয়ন’ মুক্তি পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর