অনম বিশ্বাসের সিনেমা ‘ফুটবল ৭১’র শুটিং শুরু হয়েছে। শুক্রবার থেকে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। অনম বিশ্বাস বলেন, প্রথম কিছুদিন পুরান ঢাকায়, এরপর মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় এর শুটিং হবে। এর আগে পরিচালক জানিয়েছিলেন, ‘ফুটবল ৭১’ সিনেমাটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে। থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এ ফুটবল দলের হাত ধরে উড়েছিল। সে আবেগের চিত্রায়ণও হবে। ২০১৯-২০ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।