দীর্ঘ ৮ বছর পর ‘বজরঙ্গি ভাইজান’র দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন বলিউড ভাইজান সালমান খান। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’ শুধু হিট ছবির তালিকায়ই ছিল না, বরং এই ছবিটি সবার মনে জায়গা করে নিয়েছিল। যেখানে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন কারিনা কাপুর এবং শিশু অভিনেত্রী হারশালি মালহোত্রা। একজন সাধারণ ভারতীয় এবং একটি ছোট্ট পাকিস্তানি মেয়ের মধ্যে অস্বাভাবিক বন্ধন নিয়ে নির্মিত ছবিটি সবার হৃদয়কে নিঃসন্দেহে নাড়া দিয়েছিল। এদিকে গত বছর সালমান খানের ভক্তদের জন্য সুখবর ছিল যখন বজরঙ্গি ভাইজানের সিক্যুয়াল পবনপুত্রের ঘোষণা করা হয়েছিল। যদিও সে বিষয়ে ঘোষণার পর চূড়ান্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সালমান খান পবনপুত্রের জন্য পূজা হেগড়েকে নায়িকা হিসেবে নির্বাচন করেছেন। ছবিতে তাঁকে কারিনা কাপুরের জায়গায় দেখা যাবে।