আগামী ৮-১২ নভেম্বর ইন্দোনেশিয়ার কালিমন্থন প্রদেশে ইন্দোনেশিয়া সরকারের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘কিরাম আর্টস ফেস্টিফ্যাল’-এ আমন্ত্রণ পেয়েছেন নৃত্যশিল্পী, নির্দেশক এবং তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। উৎসবে পূজা সেনগুপ্তর একক পরিবেশনায় মঞ্চায়িত হবে তুরঙ্গমীর নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’। তুরঙ্গমীর এই প্রযোজনাটি শিল্পীর ভাবনার আজকের সময়ে শেকসপিয়রের ম্যাকবেথের প্রাসঙ্গিকতা ও রূপ নিয়ে একটি থিমেটিক পারফর্ম্যান্স আর্ট, যার ভাবনা, নকশা, নৃত্য নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। গতকাল উৎসবে যোগ দেওয়ার লক্ষ্যে জাকার্তার উদ্দেশে রওনা দেন পূজা সেনগুপ্ত। এই সফরের পৃষ্ঠপোষকতা করছে ইন্দোনেশিয়া সরকার। ৫ মিনিটের ম্যাকবেথ পরিবেশনার পাশাপাশি পূজা তাঁর প্রযোজনা নির্মাণের নিজস্ব কৌশলের ওপর একটি কর্মশালাও পরিচালনা করবেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        