কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। বেশ কয়েক বছর ধরে কম গান করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। সেখানে বেশকটি স্টেজ শোতে অংশ নেবেন এ গায়িকা। এদিকে সর্বশেষ শওকত আলী ইমনের সঙ্গে ‘কফির পেয়ালা’ শিরোনামের গান প্রকাশ করেছিলেন তিনি। গানটি প্রশংসাও কুড়িয়েছে সমালোচকদের। কিন্তু এরপর আর কোনো গান প্রকাশ করতে দেখা যায়নি তাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘গান তো প্রকাশ করলে যখন-তখন করা যায়, কয়েকটি গান তৈরিই আছে; কিন্তু বেশকিছু কারণে প্রকাশ করছি না। একে তো এখন অস্থির সময় চলছে, শ্রোতারা ট্রেন্ডি গানে মজে আছে। তারা আগে শান্ত হোক, তারপর নতুন গান।’ উল্লেখ্য, তার কিছু শ্রোতাপ্রিয় গান হচ্ছে- ‘নিশিথে আইসো ফুলবনে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’সহ আরও গান। শ্রোতারা এখনো মুগ্ধ হয়ে শোনে গানগুলো।