এবার আসছে বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী পারভীন ববির জীবনীচিত্র। পারভীন ববির কর্মজীবন ও ব্যক্তিগত জীবন দুই-ই আলোচিত। অভিনয় প্রতিভায় দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি। তার রূপের ছটায় ঘায়েল হয়েছে ভক্তহৃদয়। অন্যদিকে মহেশ ভাটের সঙ্গে পারভীনের সম্পর্ক, তার অকাল প্রয়াণ সব ঘটনাই ঝড় তুলেছিল টিনসেল টাউনে। সেই পারভীন ববি আবার ফিরছেন রুপালি পর্দায়, চরিত্র হয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পারভীন ববির এই চরিত্রে দেখা যাবে বলিউডের বর্তমান সেনসেশন তৃপ্তি দিমরিকে। ‘অ্যানিমেল’ দিয়ে তারুণ্যের নতুন ক্র্যাশে পরিণত হয়েছেন তিনি।