ঢাকাই চলচ্চিত্রের বুনোসুন্দরী-খ্যাত অভিনেত্রী পপির পৃথিবীতে অভিষেকের দিন আজ। কিন্তু চার বছর হতে চলল তাঁকে কোথাও দেখা যায়নি। একবারই দেখা দিয়েছিলেন, তাও ভিডিও বার্তায়। এরপর আবার ডুব। এই ঢালিউড তারকার খোঁজ জানেন না চলচ্চিত্র অঙ্গনের কেউ। পরিচিতজনদের কাছে ‘আড্ডাবাজ’ হিসেবে পরিচিত ছিলেন পপি। যেখানেই থাকতেন, চারপাশ জমিয়ে রাখতেন। খোলামনের পপি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। ঢালিউডের খোলামনের মানুষটি কয়েক বছর ধরে নেই কোনো শুটিংয়ে। নেই কোনো নতুন ছবির খবরেও। চলচ্চিত্রসংশ্লিষ্ট আড্ডায়ও দেখা পাওয়া যায় না তাকে। কাছের দু-একজন ছাড়া কেউ জানেন না পপি এখন কোথায়। যাঁরা জানেন, তারাও মুখে কুলুপ এঁটেছেন যেন। পপি প্রসঙ্গে কিছুই বলতে চান না। তাই পপিকে নিয়ে নির্মাণাধীন ছবিগুলোও আটকে আছে। এদিকে চিত্রনায়িকা মৌসুমীর ফুফাতো বোন পপি। সেই হিসেবে চিত্রনায়ক ওমর সানীর শ্যালিকা তিনি। জানা যায়, মৌসুমী পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ নেই এই নায়িকার। তারাও জানেন না কোথায় আছেন পপি। তবে চলচ্চিত্র ভক্তরা এখনো খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তাদের পছন্দের নায়িকার। তারা আশা করেন, পপি হয়তো শিগগিরই ফের পর্দায় ফিরবেন। যদিও সেই সিদ্ধান্ত হয়তো এই তারকার একান্ত নিজের। সংসার সামলে নিজেকে আবারও পর্দায় মেলে ধরবেন কি না সেটাও এখন দেখার বিষয়।
সর্বশেষ ২০২০ সালের ২৩ ডিসেম্বর ফেসবুকে একটি পোস্ট করেন সাদিকা পারভিন পপি। সেখানে তিনি লিখেছিলেন, ‘স্বপ্ন দেখতে দেখতে তুমি এসে হাজির, অন্ধকারে ভালোবাসার ঝলকানি।’ এরপর এত দিন তিনি মিডিয়া থেকে নিজেকে একবারে গুটিয়ে রেখেছিলেন। কোনো মিডিয়ায় কথা বলেননি এই অভিনেত্রী। আড়াল হওয়ার দীর্ঘ ১৪ মাস পর ২০২২ সালে খোঁজ পাওয়া গিয়েছিল তিনবার জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্র অভিনেত্রী পপির। ওই বছরের ২৬ ডিসেম্বর বিকালে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের আড়াল সরিয়ে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের হয়ে লাইভে এসে প্রচারণায় নামতে দেখা যায় এই অভিনেত্রীকে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের হয়ে ভোট চেয়ে পপি বলেন, কাঞ্চন ভাই চলচ্চিত্রের একজন সফল নায়ক। সড়কের নায়ক তিনি। তাঁকে অবশ্যই ভোট দেবেন। নিপুণ আমার বন্ধু, খুবই ভালো মনের মানুষ। এ ছাড়া রিয়াজ, ফেরদৌস আমার খুব ভালো বন্ধু তাদের পাশে আছি আমি। তিনি আরও বলেন, শিল্পী সমিতির চেয়ার দখল করে একজন আমাদের পিঠে বন্দুক রেখে শিকার করে আমাকে, আমাদের অপমান করেছে। আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি, তিনি আমাকে শিল্পী সমিতির সদস্য পদ বাতিল করার জন্য চিঠি দিয়েছিলেন। আমি রাগে, দুঃখে, অপমানে সব কিছু থেকে দূরে ছিলাম। আর কোনো দিন ক্যামেরার সামনে আসব না ভেবেছিলাম। কিন্তু এলাম কথাগুলো বলার জন্য। কোথায় আছি, কী করব বিস্তারিত কথা পরে বলব, যোগ করেন পপি। পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্র জগতে আসেন। অচিরেই মুক্তি পাবে তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবিটি। শুভ জন্মদিনে শুভ কামনা রইল পপির প্রতি।