অনেকদিন পর সিনেমার জন্য গাইলেন ফাহমিদা নবী। এ সময় প্রয়াত অভিনয় শিল্পী আহমেদ রুবেলকে মনে পড়েছে ফাহমিদার। ‘অন্তর্র্বর্তী’ নামের এক সিনেমায় শোনা যাবে ফাহমিদার গাওয়া নতুন এ গানটি। রাহুল কুমার দত্তের সুরে এর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘তুমি গেও গান অন্য কারো সুরে’ কথার গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম। ‘অন্তর্র্বর্তী’ সিনেমাটির দৃশ্য ধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। সিনেমার গানটি গাইতে গিয়ে ফাহমিদা নবী আহমেদ রুবেলের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন। ‘আহমেদ রুবেল আমার প্রিয় অভিনেতা ছিলেন। গানটি গাইতে গিয়ে আমার মন বিষণ্ণতায় ভরে গেছে। দারুণ একজন অভিনেতা ছিলেন। সিনেমাটিতে রুবেলের কিছু ডাবিংয়ে কাজ বাকি ছিল। সেগুলো করে যেতে পারেননি’, বললেন ফাহমিদা নবী।