সম্প্রতি নির্মিত হয়েছে নতুন একটি একক নাটক ‘জলের গান’। রোমান্টিক ঘরানার এ নাটকটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাসির খান। অন্যদিকে এটি পরিচালনা করেছেন এল আর সোহেল। এটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি আরশ খান-তাসনুভা তিশা। আরও রয়েছেন সাবিহা জামান। গানচিল ড্রামা অ্যান্ড সিনেমার প্রযোজনায় নির্মিত নাটকটি নিয়ে আরশ বলেন, ‘অনেক যত্ন নিয়ে নাটকটিতে অভিনয় করেছি। নাসির ভাইয়ের সুন্দর গল্প, সংলাপ ও চিত্রনাট্য আর সোহেল ভাইয়ের নির্মাণ মিলে দারুণ কাজ হয়েছে। তিশাও সহযোগিতা করেছে কাজটি ভালো করার জন্য।’ অন্যদিকে তিশা বলেন, ‘রোমান্টিক ঘরানার নাটকটি দর্শকদের ভালো লাগবে। এর আগেও আরশ-তিশা জুটির নাটক দর্শক পছন্দ করেছেন। এটাও করবেন আশা করছি।’