চোখের তারায় মায়াবী ছায়া, মুখে সদা হাসি লেগেই থাকে। তাকে গান গাইতে দেখা যায় ছিমছাম সাজে। প্রায়ই কানের পাশে শোভা পায় চুলের ভাঁজে গুঁজে রাখা টাটকা লাল ফুল যা ছিমছাম সাজটিকেই করে তোলে অসাধারণ! আমাদের গানের ভুবনে এমন গায়িকা একজনই আছেন; তিনি প্রিয় ফাহমিদা নবী। যিনি লুকোচুরি লুকোচুরি গল্পে আমাদের আবেগী এক নদীতে ভেসে নিয়ে যায় ইচ্ছার মেঘলা আকাশে। যার গানের কথার মতো সুরটাও উত্তরাধিকার সূত্রেই পাওয়া। সম্প্রতি তিনি বিদেশে অবস্থান করছেন। স্টেজ শো করছেন। এদিকে ফাহমিদা নবী তাঁর বাবাকে স্মরণ করে একক সংগীত সন্ধ্যা ‘সুরের ভুবনে’তে গান পরিবেশন করবেন ১৭ ডিসেম্বর কুইন্স প্যালেসে। ফাহমিদা বলেন, ‘আমার বাবা কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবী তাঁর অনেক ভক্ত অনুরাগীকে রেখে চলে গেছেন। ডিসেম্বর মাসেই ১৯৯০ সালে। ডিসেম্বর মাস যেমন বিজয়ের মাস তেমনি আমার বাবার জন্ম এবং মৃত্যু এ মাসেই। তাঁকে স্মরণ করে এই প্রথমবারের মতো বিদেশের মাটিতে, নিউইয়র্কে সংগীত সন্ধ্যার আয়োজন করেছে সুম এ্যানা প্রেজেন্টেশন। আমার এ একক সংগীত সন্ধ্যায় গান শোনাব ১৭ ডিসেম্বর-২০২৪ কুইন্স প্যালেসে। আমন্ত্রণ জানাই সবাইকে। বাবার গান, আমার নিজের গান, দেশের গান গাইব। আশা করছি অনেকের সঙ্গে এ অনুষ্ঠানে দেখা হবে ইনশা আল্লাহ।’