সাব্বির জামান ও তামান্না প্রমির নতুন গান ‘খুব আদরে’। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির নিজেই। মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ হয়েছে মিউজিক আলফার ইউটিউব চ্যানেলে। এটি নির্মাণ করেছেন শান। মডেলও হয়েছেন শিল্পীদ্বয়। সাব্বির বলেন, আমি বেশ কয়েক বছর নিজের জন্য সুর ও সংগীত করছি। এর মধ্যে অন্য শিল্পীদের জন্যও সময় পেলে গান করি। এটি আমাদের মিউজিক আলফার সবার সমন্বয়ের একটি গান। শান শায়েকসহ বসে গানটির সুর করেছি। আশা করি, শ্রোতাদের গানটি ভালো লাগবে।