অভিনেত্রী তানজিন তিশা অসংখ্য টিভি নাটক, ওয়েবে অভিনয় করেছেন। হয়েছেন নন্দিত। সাম্প্রতিক সময়েও তার কাজ দিয়ে তিনি আলোচনায়। তবে সবকিছু ছাড়াও তিনি ব্যক্তিগত বিষয় নিয়েও অনেক সময় থাকেন সরব। কাজের অবসরে তিনি দেশ-বিদেশে ঘুরে বেড়ান। এবার নিজের ভ্রমণ তালিকায় যুক্ত করেছেন যুক্তরাষ্ট্রকে। সেখানে তিনি সুন্দর সময় কাটাচ্ছেন।
সম্প্রতি তিনি একটি শোতে গেছেন আমন্ত্রিত হয়ে এবং ক্যামেরার সামনেই প্রকাশ করেছেন নিজের ব্যক্তিগত জীবনের একটি বড় পরিকল্পনা। তিশা বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি। তিশা অকপটে জবাব দিয়ে বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।’ তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’