দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিকা আমিন। ২০ বছরের শোবিজ ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম হলেও ‘মহানগর টু’তে মিতু চরিত্রে অভিনয় করে দর্শক নজর কেড়েছেন এ ফটোসুন্দরী। এখন নাটক, সিনেমা, ওয়েবে তাঁর সরব উপস্থিতি। এরই মধ্যে শুক্রবার বিয়েবন্ধনে আবদ্ধ হন এ লাস্যময়ী। তাঁর সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
কোথায় আছেন? শ্বশুরবাড়ি নাকি?
না, প্যানপ্যাসিফিক সোনারগাঁওতে (হোটেল) আছি। শ্বশুরবাড়ি সেই রংপুর। সেখানে যাওয়া হচ্ছে না আপাতত। আর ও কিছু সময়ের জন্য দেশে, থাকছে সোনারগাঁওতে। তাই দুজনে এখানেই থাকছি।
বিবাহিত জীবন কেমন কাটছে?
সবেমাত্র তো হলো! বিবাহিত জীবন বোঝার সময় পেলাম আর কই? শুধু আকদ হয়েছে, একেবারে পারিবারিকভাবে। চলতি মাসেই বিয়ে-পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করার ইচ্ছা রয়েছে। তবে হ্যাঁ, আত্মীয়স্বজন সবাই খুব খুশি, আমিও।
সিঙ্গেল জীবন থেকে বিবাহিত জীবন, নতুন কিছু মনে হচ্ছে?
বিয়ে তো ফরজ কাজ। অন্যভাবে জীবন কাটানো একরকম ছিল আর এ নতুন জীবন নতুন অনুভূতির। ভালোই তো। আমি কখনো ভাবিনি যে জীবনে সিঙ্গেল থাকব। সব সময় মনে হয়েছে বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার মনে হলো সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।
দুজনের পরিচয়টা কি আগে থেকেই?
২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে পরিচয়। এরপর আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। মাঝে অনেক দিন যোগাযোগ ছিল না। তবে সাইফকে আমার মা ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। বিয়ে নিয়ে আমার ওপর চাপও ছিল। একটা সময় এসে চাপটা মেনে নিতে হয়েছে। এরপর তো স্বল্প সময়ের মধ্যে সবকিছু হয়ে গেল। শুনলে অবাক হবেন যে, বিয়ের জন্য মাত্র দেড় মাস সময় পেয়েছি।
বন্ধু থেকে হাজব্যান্ড...
১২ বছর পর বিয়ে! তাই বুঝে শুনেই করেছি। হাজব্যান্ড হিসেবে কেমন তা এখনো বুঝতে পারিনি। তবে বন্ধু হিসেবে কমফোর্টেবল সে। আশা করছি, হাজব্যান্ড হিসেবেও পজিটিভলি পাব তাঁকে।
হানিমুন পরিকল্পনা রয়েছে?
সে স্বল্প সময়ের জন্য দেশে আছে; দুই সপ্তাহের মতো। তারপর অস্ট্রেলিয়ায় চলে যাবে। আমিও কিছুদিন পর যাব সেখানে। তবে কিছুদিন থেকে ফিরে আসব। আপাতত হানিমুন নিয়ে পরিকল্পনা নেই। আসলে ২২-২৩ বছরের হলে একটা ব্যাপার ছিল যে, এটা করতে হবে, ওইটা করতে হবে। আমরা দুজনই ম্যাচিউরড। হানিমুন পরে করলেও চলবে...হাহাহা।
শুটিং ব্যস্ততা শুরু হবে কবে থেকে?
ওয়েডিং সিজন শেষ হলেই কাজে নামতে হবে। ও চলে যাবে ১৯ তারিখে। ২০ তারিখে শুটিং আছে আমার। দেখা যাক।
নতুন কাজের খবর?
১ মাস আগে একটি ওটিটির কাজ করেছি। সামনেও আরেকটি আছে। এরমধ্যে করছি ‘অনলাইন-অফলাইন’, ‘সিটি লাইফ’, ‘হাবুর স্কলারশিপ’। আর ঈদের একটি একক নাটকে কাজ করছি।
সাগর-রুনির হত্যাকান্ড নিয়ে নির্মিত ‘অমীমাংসিত’ আসবে?
এ বছর আর হবে না। তবে সামনে আসবে। সেন্সর তো হয়েছে। তবু সময় নিচ্ছে। কাজটি কিন্তু ভালো হয়েছে; মানুষ ভালোভাবেই নেবে।