আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এবার এই জুটি হাজির হচ্ছেন রোমান্টিক গানের মিউজিক ভিডিওতে। সম্প্রতি গানটির শুটিং হয়েছে। গানটি দিয়ে দীর্ঘদিন পরে মিউজিক ভিডিওতে ফিরলেন সুনেরাহ। দীর্ঘদিন পর এবার ‘আয় গোছাই’ নামের এই গানের মডেল হলেন সুনেরাহ। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন আবদুল কাইয়ুম। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। মিউজিক ভিডিও নির্মাতা চন্দন রয় চৌধুরী। ভিডিওতে প্রেম ও বিচ্ছেদের গল্প রয়েছে।